
Published on: মার্চ ১৬, ২০১৮ @ ০৯:৪৮
এসপিটি নিউজ, সিমলা, ১৬ মার্চ – বৃহস্পতিবার দুপুরের পর থেকে সিমলাতে মুষলধারে বৃষ্টির সাথে শিলাবৃষ্টিও শুরু হয়। রাজধানীর পাশাপাশি সিমলা জেলার উপরের এলাকায় বৃষ্টির সাথে হালকা শিলাবৃষ্টিও হতে দেখা দেয়, যা তাপমাত্রা কমিয়ে দেয়। ফলে তাপমাত্রার পারদ নিমেষে নেমে যায় অনেক নীচে।আজ শুক্রবার সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও তাপমাত্রা আছে এই মুহূর্তে সর্বনিম্ন ৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া বিভাগের মতে, সিমলার আবহাওয়া শুক্রবারেও খারাপ থাকবে। এই সময়ের মধ্যে দু-একটি স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সিমলা জেলায় ১৭থেকে ১৯ মার্চ পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকবে। যদিও বৃষ্টিপাতের সম্ভাবনা ২০-২১ মার্চ ফের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।বলছে দিব্য হিমাচল।
সংবাদ মাধ্যমটি আরো জানিয়েছে, সিমলা শহরে বৃহস্পতিবার সকাল থেকেই আবহাওয়া খারাপ হতে শুরু করে। সিমলার উপরিভাগে সকালের মধ্যে কুমারসৈন, ঠিয়োগ ও মতিয়ানায় সকালের দিকে হালকা বৃষ্টিও হয়। কিন্তু দুপুরের পর থেকে আবহাওয়া ভয়ানক রূপ ধারন করে। আকাশে মেঘের কারণে দুপুরের পর থেকে ঘন অন্ধকারে ছেয়ে যায় চারিদিক। এই সময়, বাতাসের তীব্রতা এতটাই শক্তিশালী ছিল যে মানুষজন রীতিমত আতংকিত হয়ে পড়ে।
দুপুরের পর থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয় সিমলায়। এই সময়, শিলাবৃষ্টিও হয়। তবে, সিমলা জেলায় অল্প সময়ের জন্য, আবহাওয়া ভয়ানক রূপ ধারন করেছিল। অল্প সময়ের মধ্যে, মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। সন্ধ্যার দিকে আকাশ পরিষ্কার হতেই মানুষের মধ্যে স্বস্তি ফেরে।সূত্র ও ছবিঃ দিব্য হিমাচল
Published on: মার্চ ১৬, ২০১৮ @ ০৯:৪৮