“দু’একজন দুষ্টু গরু আছে যারা হাম্বা হাম্বা রাম্বা রাম্বা …করে”, নাম না করে দলত্যাগীদের বিদ্রুপ মমতার

Main দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: ফেব্রু ৯, ২০২১ @ ২০:২০

এসপিটি নিউজ, মুর্শিদাবাদ, ৯ ফেব্রুয়ারি:    অন্যান্য সভার মতো মুর্শিদাবাদের জনসভাতেও নাম না করে শুভেন্দু, রাজীবদের ছেড়ে কথা বললেন না তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের তিনি এদিন মিরজাফরের তুলনা টেনে গদ্দার বলতেও ছাড়লেন না।এর আগে কালনার সভাতেও তাদের নাম না করে কু-সন্তান বলে বিদ্রুপ করেন। আর মুর্শিদাবাদের সভায় দাঁড়িয়ে তো আর তীর্যক শব্দে বিঁধলেন দলত্যাগীদের। দুষ্টু গরুর সঙ্গে তুলনা করে মমতা বলেন-“দ’একজন দুষ্টু গরু আছে যারা হাম্বা-হাম্বা, রাম্বা-রাম্বা, কাম্বা-কাম্বা, দুম্বা-দুম্বা, বুম্বা-বুম্বা, বাম্বা-বাম্বা করে।অনেক দুর্নীতি করেছে তাই তারা বিজেপিতে চলে যাচ্ছে।”

মঙ্গলবারের সভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন- “যারা যারা মনে করবেন বিজেপি করবেন- চলে যান। আমার যায় আসে না। তাদের জন্য আমাদের দরজায় স্থান হবে না। আমি কারও কাছে মাথা নত করে টাকায় বেচে দি না দলকে। দলকে টাকায় বেচে কারা? – যে নোংরা অসাধু হয়। দুর্নীতিপরায়ণ লোকেরাই দুর্নীতির কাছে নিজেদের বিক্রি করে দেয়। একদিন মিরাজাফর ইংরেজদের সঙ্গে হাত মিলিয়ে দেশের সঙ্গে গদ্দারি করেছিল। তাই তাকে বলা হয় গদ্দার।”

“এখানেও জেনে রাখবেন দু’একজন দুষ্টু গরু যারা হাম্বা-হাম্বা, রো-রো করে। হাম্বা-হাম্বা, রাম্বা-রাম্বা, কাম্বা-কাম্বা, দুম্বা-দুম্বা, বুম্বা-বুম্বা, বাম্বা-বাম্বা করে। অনেক দুর্নীতি করেছে। তাদের এখন মনে পড়েছে যদি এখন গরু চুরি কেসে ধরা পড়ি। যদি কয়লা কেসে ধরা পড়ি।হাজার হাজার টাকা কামিয়েছি যদি ধরা পড়ি, তাই বেটার বিজেপির ওয়াশিং মেশিনে চলে যাওয়া। কালো হয়ে যাচ্ছে আর সাদা হয়ে চলে আসছে। এগুলো সাদা নয় এগুলো কালো কাদা। এরা মুখে বলে হরি হরি। আর সাধারণ মানুষের পকেট চুরি করি। আমরা বলি- হরে কৃষ্ণ হরে হরে তৃণমূল কংগ্রেস ঘরে। আমরা বলি- হরে কৃষ্ণ হরে হরে শান্তি থাকুক ঘরে ঘরে।” বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বিজেপির বিরুদ্ধে তোপ দেগে মমতা সাবধান করে দিয়ে বলেন- “আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। আমাকে চমকালে মানুষ তাদের ধমকায়। আমকে চমকালে আমি গর্জাই। আমি বর্ষাই আমি উৎরাই।আমি বেরিয়ে যাই সকল বাধা ছিন্ন করে। বিজেপি আবার কিছু কিছু মুসলিম অর্গানাইজেশনকে সাম্প্রদায়িকতার জিগির তুলে টাকা দিয়ে পাঠিয়ে দেয়। অশান্তি করবার জন্য। সেই অশান্তির মধ্যে দয়া করে যাবেন না। মনে রাখবেন আপনারা একটা ভোট অন্য জায়গায় পড়লে সেই ভোটুটা কিন্তু চলে যাবে বিজেপির দিকে। আপনার ভোটটা সিপিএম নয় কংগ্রেস নয় বিজেপি নয় একমাত্র আপনার সিম্বল হচ্ছে তৃণমূল জোড়াফুল। যদি বিজেপিকে চান তাহলে ভোটটা অন্য জায়গায় যেতে পারে তা না হলে ভোটটা তৃণমূলকেই দেবেন।”

Published on: ফেব্রু ৯, ২০২১ @ ২০:২০


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

75 − = 68