সংবাদদাতা-বাপ্পা মণ্ডল ছবি-রামপ্রসাদ সাউ
Published on: এপ্রি ৫, ২০১৮ @ ২১:২৮
এসপিটি নিউজ, খড়্গপুর, ৫ এপ্রিলঃ কি এমন হল যে খড়্গপুরে দলের পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে কর্মীরা তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন? এই প্রশ্ন উঠতে শুরু করল। পশ্চিম মেদিনীপুর জেলার দায়িত্বে আছেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাহলে কি তিনিও ব্যর্থ হলেন? না কি দলত্যাগী এই তৃণমূলীরা এবারের ভোটে দলের টিকিট না পাওয়ার ক্ষোভে বিজেপিতে যোগ দিলেন? এমন একাধিক প্রশ্নের মধ্যেই তৃণমূল কংগ্রেস কর্মীদের বিজেপিতে যোগদান নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল চরমে পৌঁছেছে।
গত কয়েক মাসে একাধিকবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায় একাধিক সভা করে গেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের নেতা কর্মীদের বারেবারে তিনি বার্তা দিয়ে গেছেন কর্মীরা দলেজ সম্পদ। তাদের অসম্মান করবেন না। তাদের সঙ্গে নিয়েই পঞ্চায়েত ভোটে লড়তে হবে। কিন্তু, বাস্তবে দেখা গেল উল্টো ছবি।
বৃহস্পতিবার খড়্গপুর ১ ব্লকের বন ও বনভূমি কর্মাধ্যক্ষ দেবাশীষ ভূঁইয়া, মৎস্য ও প্রাণিসম্পদ কর্মাধ্যক্ষ ভবেশ সিং ও তার নেতৃত্বে ৪০০ জন তৃণমূল কর্মী ও তৃণমূলের মহিলা সমিতির সভানেত্রী কৌশল্যা সাহু সহ একাধিক দলের মহিলা কর্মীরা বিজেপিতে যোগ দিলেন। শুধু তৃণমূল কংগ্রেসই নয় সিপিএমের পঞ্চায়েত সদস্যা মালতী মুর্মু ও তার নেতৃত্বে ২০০ জন মহিলা কর্মীও বিজেপিতে যোগ দেন।
এখানেই শেষ নয়, শালবনি ব্লকের ৬নং অঞ্চলের তৃণমূলের কার্যকরী সভাপতি অনিমেষ মুর্মু যিনি শ্রীকান্ত মাহাতোকে জেতানোর জন্য বিধানসভার ভোটে মূল ভূমিকা নিয়েছিলেন তার নেতৃত্বে প্রায় ৩০০ জন তৃণমূল কর্মীও বিজেপিতে যোগদান করেন।
বিজেপিতে যোগ দেন সিপিএমের শিক্ষক সংগঠনের জেলা সম্পাদক বিশ্বজিৎ গুইন ও সিপিএমের যুব নেতা দীপঙ্কর সিং-এর নেতৃত্বে ২০০ জন কর্মীও।
পশ্চিম মেদিনীপুর বিজেপি জেলা সভাপতি শমিত কুমার দাশ ঐ যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন ও তাদের দলীয় উত্তরীয় পরিয়ে দেন।
যেখানে পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্য জুড়ে বিজেপির বহু প্রার্থী মনোনয়ন জমা দিতে পারছেন না বলে অভিযোগ উঠেছে, এমনকি যে দলের রাজ্য সভাপতি মারের বদলে পাল্টা মারের হুমকি দিয়েছে সেই দলে তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের যোগদান কিন্তু ভোটের আগে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। তাছাড়া এটা রাজনৈতিকভাবে কিন্তু বিজেপির নৈতিক জয় বলেও মনে করছে পশ্চিম মেদিনীপুর জেলার রাজনৈতিক মহল।
Published on: এপ্রি ৫, ২০১৮ @ ২১:২৮