রাজ্য সরকারের সাফল্য দৃষ্টান্ত গড়ল গোটা দেশে, পুলিশে যোগ দিয়ে দেশ রক্ষার শপথ নিলেন আত্মসমর্পনকারী মাওবাদীরা

দেশ রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মন্ডল                                                   ছবি-রামপ্রসাদ সাউ

Published on: এপ্রি ৫, ২০১৮ @ ২২:৩১

এসপিটি নিউজ, মেদিনীপুর, ৫ এপ্রিলঃ দেশের অন্য প্রান্তে যখন মাওবাদী হানায় নিহত হচ্ছে একাধিক পুলিশ কিংবা সেনারা তখন পশ্চিমবঙ্গে আত্মসমর্পনকারী মাওবাদীরা পুলিশে যোগ দিয়ে দেশ রক্ষার শপথ নিচ্ছেন। এও এক বিরল দৃষ্টান্ত। ঝাড়খণ্ড, ছত্তিশগড় সহ একাধিক রাজ্যে মাওবাদীরা এখনও যেভাবে নাশকতামূলক কাজ চালিয়ে যাচ্ছে তা সত্যিই মর্মান্তিক। সেই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গ সরাকারের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় ও দৃষ্টান্তমূলক। কারণ, বৃহস্পতিবার ১০২ জন আত্মসমর্পনকারী মাওবাদী রাজ্য পুলিশে হোমগার্ডের চাকরিতে যোগ দিলেন।

বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলার ২১জন ও পশ্চিম মেদিনীপুর জেলার ৮১জন আত্মসমর্পনকারী মাওবাদীদের টানা ৪২দিনের বিশেষ শিক্ষার শেষে হোমগার্ডের পদে নিয়োগ করার মাধ্যমে সমাজের মূল স্রোতে নিয়ে আসা হল। তাদের স্বাগত জানান রাজ্য পুলিশের আইজি রাজীব মিশ্র। এদের মধ্যে আবার ১২জঙ্কে বিশেষ পুরস্কারে সম্মানিত করা হয়।

এদিন মেদিনীপুর পুলিশ লাইনে আত্মসমর্পনকারী মাওবাদীরা প্যারেড অনুষ্ঠানে অংশ নেয়। তারা ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষা করার শপথ নেন।এই অনুষ্ঠানে আত্মসমর্পনকারী মাওবাদী দম্পতি সুনীল সরেন ও দীপালি সরেন বলেন, রাজ্য সরাকারের জন্য আমরা সমাজের মূল স্রোতে ফিরতে পেরেছি। রাজ্য সরকার আমাদের হোমগার্ডের কাজ দেওয়ায় আমরা খুব খশি। আগামিদিনে আমরা দেশের জন্য কাজ করব।

এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার অলোক রাজোরিয়া, অতিরিক্ত পুলিশ সুপার শ্চীন মক্কড়, ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অমিত কুমার ভরত রাঠোর সহ আরও অনেকে।

Published on: এপ্রি ৫, ২০১৮ @ ২২:৩১

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 40 = 42