এসপিটি নিউজ, রায়গঞ্জঃ পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে উত্তর দিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি দফতর ও ইসলামপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তর আয়োজিত খন ও মুখোশ নাচ কর্মশালা ২০১৭ -এর সূচনা হল মঙ্গলবার। রায়গঞ্জের রবীন্দ্রভবনে আয়োজিত দুইদিনের এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তথ্য ও সংস্কৃতি দফতর আধিকারিক অরুণাভ মিত্র, ইতিহাসবিদ বৃন্দাবন ঘোষ, লোকসঙ্গীত শিল্পী তরণী মোহন দাস প্রমুখ। সকাল ১১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। জেলার ঐতিহ্যবাহী খন গান, মুখোশ নাচ সহ লোক আঙ্গিকের নানা বিষয় নিয়ে আলোচনা হবে এই কর্মশালায়। এছাড়াও লোকপ্রসার প্রকল্পে জেলার নথিভুক্ত লোকশিল্পীদের পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে এই কর্মশালায়।ছবিঃ অপরাজিতা জোয়ারদার