কড়া সতর্কতাঃ আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ১৩ রাজ্যের দিকে ধেয়ে আসছে ধুলো ঝড় ও প্রবল বর্ষণ, দু’দিনের স্কুল ছুটি হরিয়ানায়

আবহাওয়া দেশ
শেয়ার করুন

Published on: মে ৭, ২০১৮ @ ১৪:৫৯

এসপিটি নিউজ ডেস্কঃ গত সপ্তাহে দেশের পাঁচ রাজ্যে ধুলো ঝড়ে মৃত্যু হয়েছে ১২৪জনের। সেই রেশ কাটার আগেই ফের ধুলো ঝড় সহ প্রবল বর্ষণের আশঙ্কা গ্রাস করতে চলেছে ১৩ রাজ্যকে। আবহাওয়া দফতরের খবর অনুসারে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আঁছড়ে পড়তে চলেছে এই তুফান। এই সময় শিলা বৃষ্টির সম্ভাবনাকেও উড়িয়ে দেয়নি আবহাওয়া দফতর। ইতিমধ্যে হরিয়ানা সরকার সোম ও মঙ্গলবার দু’দিন স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

আবহাওয়া দফতরের খবর অনুসারে জম্মু-কাশ্মীর ও হিমাচল প্রদেশের কয়েকটি জায়গায় ধুলো ঝড়ের সঙ্গে শিলা বৃষ্টির আশঙ্কা আছে। একই সঙ্গে উত্তরাখণ্ড ও পাঞ্জাবে প্রবল বর্ষণের আশঙ্কা করা হচ্ছে।আবহাওয়া দফতরের রিপোর্ট অনুসারে স্বরাষ্ট্র দফতরের এক আধিকারিক সর্বভারতীয় হিন্দি দৈনিক নবভারত টাইমসকে জানিয়েছেন, আসাম, মণিপুর, ত্রিপুরা, মেঘালয়, নাগান্যান্ড, মিজোরামের কিছু জায়গায় আজ সোমবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং উত্তর প্রদেশের কিছু জাউগায় ভারী বর্ষণের সঙ্গে প্রবল হাওয়া বইবে। এই চিত্র দেখা যাবে পশ্চিমী রাজস্থানের বেশ কয়েকটি এলাকায়। যেখানে ধুলো ঝড়ের সঙ্গে প্রবল বৃষ্টিপাতেরও আশঙ্কা থাকছে।

আবহাওয়া দফতরের খবর অনুসারে, ঝড়ের গতি ঘণ্টায় ৫০ কিমি হতে পারে। দিল্লিতে সোমবারই ধুলো খড়ের সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। তবে তারা এও জানিয়েছে, গত সপ্তাহের ধুলো ঝড়ের মতো এবার তা হবে না। তবে সাবধানতা অবলম্বন জরুরী। ছবি-গুগল

Published on: মে ৭, ২০১৮ @ ১৪:৫৯

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

88 + = 96