সংবাদদাতা-সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়
Published on: জানু ২৩, ২০১৮ @ ২২:৫৯
এসপিটি নিউজ, বারুইপুর, ২৩ জানুয়ারিঃ দক্ষিণ ২৪ পরগনা জেলায় এটা নতুন কিছু ব্যাপার নয়। এমনটা বহুবার হয়েছে। পুলিশ ধরছে। আবার হচ্ছে। এদিন যেমনটা হল আর কি। ক্যানিং থানার রেল সংলগ্ন এলাকা থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র সমেত তিনজনকে গ্রেফতার করল বারুইপুর জেলা পুলিশ। দৃতরা হল প্রভাকর মণ্ডল, পিণ্টু মণ্ডল, সাখার মণ্ডল। তাদের কাছে থেকে ২৬৪ রাউন্ড ১২ বোর কার্তুজ,৮ এম এম ৫০ রাউন্ড কার্তুজ ৩ টি মোবাইল উদ্ধার করে পুলিশ।তাদের বাড়ি বাসন্তীর ৪ নং সোনাখালি গ্রামে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে দুষ্কৃতীরা কার্তুজগুলি ব্রিফকেসে করে শিয়ালদহ-ক্যানিং লোকাল ট্রেনে নিয়ে আসছিল।বারুইপুর জেলা পুলিশের স্পেশাল টিম খবর পেয়ে ক্যানিং রেল সংলগ্ন এলাকা ঘিরে নেয়।দুষ্কৃতীরা তিনজন রাতে ট্রেন থেকে ক্যানিং প্লাটফর্মে নামলে পুলিশ চারিদিকে ঘিরে নিয়ে তিনজনকে হাতেনাতে ধরে নিয়ে যায় ক্যানিং থানায়।ব্রিফকেস থেকে উদ্ধার হয় ৩১৪ রাউন্ড কার্তুজ।
গ্রেফতার করা হয় তিনজনকে।তিনজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।কিভাবে এইগুলি নিয়ে আসছিল কোথায় নিয়ে যাচ্ছিল,আরও কারা কারা জড়িত আছে সেই বিষয়ে তদন্ত শুরু করেছে বারুইপুর জেলা পুলিশের স্পেশাল টিম।
Published on: জানু ২৩, ২০১৮ @ ২২:৫৯