সংবাদদাতা-বাপ্পা মন্ডল ছবি-বাপন ঘোষ
Published on: ফেব্রু ১৫, ২০১৯ @ ২৩:৫৮
এসপিটি নিউজ, মেদিনীপুর, ১৫ ফেব্রুয়ারিঃ কথায় আছে ‘রাখে হরি মারে কে’। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউন পুরসভার সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিআরপিএম ৫০ নম্বর ব্যাটেলিয়নের জওয়ান মঙ্গল হেমব্রম অল্পের জন্য রক্ষা পেয়েছেন পুলওয়ামা বিস্ফোরণ কান্ডে। ঘটনার পর রাতে বাড়িতে ফোন করে সেকথা জানিয়ে পরিবারের সদস্যদের চিন্তা মুক্ত করেছেন।ছেলের ফোন পেয়ে স্বস্তিতে সকলে।
পুলওয়ামায় গাড়ি বোমা বিস্ফোরণে ৪৪জন জওয়ান শহীদ হওয়ার পর থেকেই উদ্বেগে রাত কাটিয়েছেন মঙ্গলের পরিবার ও এলাকার প্রতিবেশীরা। তাদের ছেলের কিছু হয়নি তো! সারা রাত দু’চোখের পাতা এক করে উঠতে পারেননি কেউই। চিন্তায় মুখে ভাত পর্যন্ত তুলতে পারেননি তারা। অবশেষে ভোরের আলো ফুটতেই হেমব্রম পরিবারে অন্ধকার কেটে আলো দেখা দেয়। পুলওয়ামা থেকে ফোন করে মঙ্গল হে্মব্রম। সিআরপিএফ ৫০ নম্বর ব্যাটেলিয়নের জওয়ান।
“আমি মঙ্গল বলছি। আমি অল্পের জন্য বেঁচে গেছি। তবে অনেক সহকর্মীদের হারিয়েছি। যে বাসে বিস্ফোরণ হয় আমি সেই কনভয়েই ছিলাম। কিন্তু, মাঝপথে আমি নেমে অন্য কনভয়ে উঠি। যার ফলে এই হামলায় মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি। তোমরা ভালো থেকো। চিন্তা করো না। আমি ঠিক আছি। ” এই কথাগুলি বলে ফোন রেখে দেন মঙ্গল হেম্ব্রম। স্বস্তি পায় পরিবারের সদস্যরা। বাড়িতে রান্না হয়।
Published on: ফেব্রু ১৫, ২০১৯ @ ২৩:৫৮