কোচ সাম্পোলিকে ‘মূর্খ’ বলে বিদ্রুপ আর্জেন্টিনা মিডিয়ায়, বাদ গেল না মেসিও

খেলা বিদেশ
শেয়ার করুন

Published on: জুন ২৩, ২০১৮ @ ১৪:১৬

এসপিটি স্পোর্টস ডেস্কঃ একদিন যাঁর নামে গোটা দেশ গর্ব করত আজ তারাই মেসির সমালোচনায় মুখর হয়েছে। সব দায় মেসির ঘাড়ে চাপিয়ে ক্ষোভের রেশ মেটাচ্ছে গোটা আর্জেন্টিনা।ক্রোয়েশিয়ার বিরুদ্ধে বিধ্বস্ত হওয়ার পর মুহূর্তেই আর্জেন্টিনা জুড়ে মেসি ও দলের কোচের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে সেদেশের সমস্ত মিডিয়া। সোশ্যাল মিডিয়াতে যেভাবে বিদ্রুপ করা হয়েছে তা অবিশ্বাস্য। এমন দিন যে তাঁর জীবনে নেমে আসবে এটা কি কোনওদিন ভেবেছিলেন বিশ্বের সেরা এই ফুটবলার!

এতদিন এ ধরনের মন্তব্য শোনা যায়নি, এই হারের পর ১৯৭৮ সালের বিশ্বকাপ জয়ী দলের অসি আরডাইল তো বলেই ফেললেন, “এই আর্জেন্টিনা দল ইতিহাসের সবচেয়ে জঘন্যতম দল”। তিনি বর্তমানে ফুটবলের ধারা ভাষ্যকার।মেসিকে উদ্দেশ্য করে তাঁর বিদ্রুপ- “আর্জেন্টিনা দলকে সত্যিকারের প্রতিযোগী করে তুলতে ব্যর্থ হয়েছেন মেসি।” এরপর দলের কোচ সাম্পোলিকে উদ্দেশ্য করে ক্ষোভ উগরে দিয়েছেন-বলেছেন, “তিনি একজন গোঁয়ার ও মূর্খ”।

আর্জেন্টিনার লা নাসিও সংবাদপত্রে ফুটবল লেখক সেবাস্টিয়ানের গলায় সমালোচনার সুর একটু ভিন্ন। তাঁর মন্তব্য-“ক্রোয়েশিয়ার কাছে ৩-০ ব্যবধানে হার দুটো নিশ্চিত ও একটি অজানা পরিস্থিতি তৈরি করেছে। নিশ্চিতগুলি সম্পর্কে তিনি বলেন-বর্তমান আর্জেন্টিনা দলটি কোনও দলই নয়। আর দ্বিতীয় নিশ্চিত বিষয়টি হল-মেসিকে কিভাবে ব্যবহার করতে হয়ে এই আর্জেন্টিনা দল জানেই না।

আর অজানা পরিস্থিতি নিয়ে ঐ ফুটবল লেখকের মন্তব্য-“দশ নম্বর জার্সির(মেসির) মাথায় কি এমন ঘুরছিলো যা এই ট্র্যাজিক পরিণতির সৃষ্টি করতে পারে?”

তিনি আরও মন্তব্য করেন,”দল এখন মেসি প্লাস ১০জন নয়। বরং১১ মাইনাস মেসি।”

বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের আর এক প্রাক্তন ফুটবলার ইয়র্গ ভালদানো বলেন-“দল এমনভাবে খেলছে যেন দলে মেসি নেই।”

আর্জেন্টিনার আর এক সংবাদপত্র ওলে পত্রিকায় হারনান ক্লাউস লিখেছেন-“আবারও অধিনায়ক অনুপস্থিত…তিনি খারাপ খেলেছেন, তাঁকে দেখে মনে হচ্ছিল তিনি বিদ্ধ্বস্ত, মাথা নীচু করে তিনি মাঠ ছাড়ছেন।” তাঁর আরও মন্তব্য-“এমন হারের পর মেসি দায়ভার নেননি।”

Published on: জুন ২৩, ২০১৮ @ ১৪:১৬

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

71 − = 64