
Published on: ফেব্রু ২৫, ২০২৩ @ ১৮:৫৯
এসপিটি নিউজ ব্যুরো: শনিবার কোচবিহারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়ির উপর হামলা চালনো হয়।অভিযোগ, মন্ত্রীর গাড়ির কাচ ভাঙা হয়। এমনকি, মন্ত্রীকে লক্ষ্য করে ইট ও বোমা ছোড়া হয় বলেও অভিযোগ। কেন্দ্রীয় মন্ত্রী নিজে অভিযোগ করেছে যে তৃণমূল কংগ্রেস সমর্থকরা এই হামলা চালিয়েছে। ইটের আঘাতে মন্ত্রীর এসইউভি-র উইন্ডশিল্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থল কোচহিহারের বুড়িরহাটে পুলিশের বিশাল বাহিনী পৌঁছেছে।
এক ট্যুইট বার্তায় এই ঘটনার তীব্র নিন্দা করেছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোদী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন- “আমি কোচবিহারের সাংসদ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণীকের উপর কাপুরুষোচিত হামলার নিন্দা জানাই।পশ্চিমবঙ্গ পুলিশ কর্মীরা এই ঘটনার সময় নীরব দর্শক ছিল। একজন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (এমওএস) পশ্চিমবঙ্গে নিরাপদ নন কারণ ‘মমতা গুন্ডা’ অবাধ বিচরণ করছে এবং পঞ্চায়েত নির্বাচনের আগে তাদের মুক্ত হাত দেওয়া হয়েছে।”
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অভিযোগ করেনে, পশিমবঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর নিরাপত্তা নেই। সেখানে সাধারণ মানুষের সুরক্ষা থাকবে কিভাবে?এখানে গণতন্ত্র বলে কিছু নেই।
সম্প্রতি বিএসএফ-এর গুলি চালানোর অভিযোগে স্থানীয় এক আদিবাসীর হত্যার অভিযোগ ওঠে। এজন্য স্থানীয় বিজেপি সাংসদ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রত্তিমন্ত্রী নিশীথ প্রামাণীকের বিরুদ্ধে অভিযোগ তোলে তৃণমূল কংগ্রেস। দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সাম্প্রতিক একটি সভায় এই ঘটনার জন্য আদিবাসীর পরিবারের জন্য কিছু না করার অভিযোগ তুলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বিতুদ্ধে ক্ষোভ উগড়ে দেন।
এমনকি, তৃণমূল বিধায়ক উদয়ন গুহ বলেছিলেন, নিশীথ প্রামাণিক যেখানেই যাবেন তাকে কালো পতাকা দেখানো হবে। এরই মধ্যে এদিন এই ঘটনা ঘটে যায়।
নিশীথ প্রামাণিক বলেন, ‘তিনি পুলিশকে জানিয়ে এলাকায় গিয়েছিলেন। পুলিশের ব্যারিকেড থাকা সত্ত্বেও এই ঘটনা ঘটেছে। এই রাজনৈতিক পরিস্থিতি চলতে থাকলে বাংলার গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে পড়বে। যারা বোমা, পাথর ছুড়েছে পুলিশ তাদের সুরক্ষা দিচ্ছে।’ পাল্টা বিজেপি কর্মীদের বিরুদ্ধেও লাঠি, পাথর নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে।
Published on: ফেব্রু ২৫, ২০২৩ @ ১৮:৫৯