Published on: ফেব্রু ৬, ২০১৯ @ ২৩:৩১
এসপিটি নিউজ ডেস্কঃ গতকাল উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দির সহ তার আশপাশের এ্লাকা বরফে ঢেকে যেতে দেখা গেছিল। সংবাদ সংস্থা এএনআই-এর ক্যামেরায় সে ছবি ধরা পড়েছিল। একদিন বাদে এবার সেই একই ছবির পুনরাবৃত্তি দেখা গেল কেদারনাথের ঠিক উলটো দিকে বদ্রীনাথ মন্দির এলাকাতেও। সেখানেও দেখা গেছে বরফে ঢাকা পড়ে গেছে বদ্রীনাথ মন্দির। এমনকী সেখানে যে সমস্ত ঘর-বাড়ি আছে তার উপরেও বরফের পুরু আস্তরন পড়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, এখন উত্তরাখণ্ডের উপরের পাহাড়ি এলাকগুলিতে তুষারপাত হচ্ছে। ফলে এমন অবস্থা আগামী বেশ কিছুদিন জারি থাকবে। ফলে মন্দির ও তার আশপাশের এলাকাগুলি এখন বরফের নীচে থাকবে। একই ভাবে কেদারনাথের মতো এখানেও পর্যটকদের জন্য আগমন বন্ধ করা হয়েছে।
এমনিতেই বদ্রীনাথ নারায়নকে এখন নীচে যোশীমঠে নিয়ে যাওয়া হয়েছে, সেখানেই চলছে বদ্রীনারায়নের পুজো।তাই ভক্ত কিংবা পর্যটকরা এখন যোশীমঠ থেকেই বদ্রীনারায়নের দর্শন করতে পারবেন।
Published on: ফেব্রু ৬, ২০১৯ @ ২৩:৩১