
Published on: আগ ২২, ২০১৮ @ ১৬:১৭
এসপিটি স্পোর্টস ডেস্কঃ সুযোগ আর উপযুক্ত পরিবেশ এলে মেয়েরাও যে পুরুষদের চেয়ে কম যায় নে, তা কিন্তু এবার প্রমাণ হয়ে চলেছে জাকার্তা এশিয়ান গেমসে। এ পর্যন্ত ভারত যে চারটি সোনা জিতেছে তার মধ্যে দুটি হল মেয়েদের। আরও আশ্চর্যজনক ঘটনা হল-যে দুটি খেলা থেকে সোনা এসেছে সেই দুটি খেলা হল কুস্তি আর শুটিং। মজার ঘটনা হল-দুটি ক্ষেত্রেই পুরুষরা জেতার পর জিতেছে মেয়েরাও। অর্থাৎ মেয়েরা আজ বলতেই পারে-“আমরাও কম যাই না।” এদিন যেমন শুটিং-এ সোনা জিতলেন ভারতীয় মহিলা শুটার ২৫ মিটার এয়ার পিস্তল বিভাগে সোনা জেতেন সরনোবত রাহী।
এই বিভাগে রাহীর তিনিটির মধ্যে তিনটি নিশানাই ব্যর্থ হয়। যদিও ফাইনালে থাইল্যান্ডের শুটারের সব কটি নিশানাই ব্যর্থ হয়। এর পর দু’জনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। শেষ পর্যন্ত বোঝা যায়নি কে জিততে চলেছে।
শেষে রাহী দুটি নিশানা পূরণ করতে ব্যর্থ হন, যেখানে থাইল্যান্ডের শুটার তিনটি নিশানা লাগাতে পারেননি। ফলে এশিয়ান গেমসে প্রথম ভারতীয় মহিলা শুটার হিসেবে সোনা জেতার এক অনন্য ইতিহাস গড়লেন রাহী। এর আগে কুস্তিতেও বিনেশ ফোগট প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে সোনা জেতার ইতিহাস গড়লেন।
২৭ বছরের রাহীর কাছে এবারের এশিয়ান গেমস বেশ কঠিন ছিল। এরজন্য তাঁকে অনেক ধৈর্য্য ধরতে হয়েছে। তবে থাইল্যান্ডের কঠিন প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে শেষ পর্যন্ত সোনার পদক জয় করেন ভারতীয় কন্যা সরনোবত।
Published on: আগ ২২, ২০১৮ @ ১৬:১৭