৩২ বছর পর ইংল্যান্ডের মাটিতে বড় ব্যবধানে জয় পেল ভারত, ঘুরে দাঁড়াল বিরাট বাহিনী

খেলা দেশ বিদেশ
শেয়ার করুন

Published on: আগ ২২, ২০১৮ @ ১৭:৩৩

এসপিটি স্পোর্টস ডেস্কঃ পাঁচ টেস্টের সিরিজে ২-০ পিছিয়ে থেকে খেলা শুরু করে ভারপ্ত। টেন্ট ব্রিজ নিয়ে আগে থেকেই একটা পরিকল্পনা ছিল টিম ইন্ডিয়ার।বিরাট বাহিনী এবার সেটাই করে দেখাল।ইংল্যান্ডকে রীতিমতো নাস্তানাবুদ করে ২০৩ রানে বড় জয় হাসিল করল ভারত। ৩২ বছর পর এত বড় ব্যবধানে জয় এল ভারতের। এর আগে ১৯৮৬ সালে কপিল দেবের নেতৃত্বে ভারতীয় দল লিডস টেস্টে ২৭৯ রানে ইংল্যান্ডকে হারিয়েছিল।

এরপর এতদিন দ্বিতীয় বড় ব্যবধানে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় ছিল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারতীয় দলের। ২০১৪ সালে ৯৫ রানে লর্ডসে ইংল্যান্ডকে হারায় ভারত। এবার তাকেও ছাপিয়ে গেল বিরাট বাহিনীর ২০৩ রানে জয়।

এর আগে অবশ্য রানের পাহাড় গড়ে বড় ব্যবধানে জয় কিন্তু এসেছে ২০১৭ সালে গোল টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩০৪ রানে জয় থেকে।

ইংল্যান্ডের মাটিতে ভারতের সবচেয়ে বড় জয়

১) লীডস টেস্টঃ ১৯৮৬ সালে ২৭৯ রানে ইংল্যান্ড পরাজিত

২) ন্যাটিংহাম টেস্টঃ ২০১৮ সালে ২০৩ রানে ইংল্যান্ড পরাজিত

৩) লর্ডস টেস্টঃ ২০১৪ সালে ৯৫ রানে ইংল্যান্ড পরাজিত

বিদেশে ভারতের বড় জয়

১) গল টেস্টঃ ২০১৭ সালে ৩০৪ রানে শ্রীলঙ্কা পরাজিত

২) লীডস টেস্টঃ ১৯৮৬ সালে ২৭৯ রানে ইংল্যান্ড পরাজিত

৩) কলম্বো টেস্টঃ ২০১৫ সালে ২৭৮ রানে শ্রীলঙ্কা পরাজিত

৪) অকল্যান্ড টেস্টঃ ১৯৬৮ সালে ২৭২ রানে নিউজিল্যান্ড পরাজিত

৫) গ্রোস ইস্লেট টেস্টঃ ২০১৬ সালে ২৩৭ রানে ওয়েস্টইন্ডিজ পরাজিত

৬) ন্যাটিংহাম টেস্টঃ ২০১৮ সালে ২০৩ রানে ইংল্যান্ড পরাজিত

Published on: আগ ২২, ২০১৮ @ ১৭:৩৩

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + = 5