কি কাণ্ড! রাস্তার ধারে বালির ভিতর রুই মাছ, যা নিতে হুড়োহুড়ি পড়ে গেল

রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল                                                    ছবি-বাপন ঘোষ

Published on: আগ ১৩, ২০১৮ @ ২১:২২

এসপিটি নিউজ, ঘাটাল, ১৩ আগস্টঃ এমন আজব কাণ্ড ইদানীং কালে কেউ দেখেছে বলে জানা নেই। রাস্তার ধারে ফেলে রাখা বালির গাদার ভিতর থেকে বেরিয়ে এল সারি সারি রুই মাছ। আর সেই বিনা পয়সার মাছ নিতে রীতিমতো হুড়োহুড়ি পড়ে গেল ঘাটাল-চন্দ্রকোনা রাজ্য সড়কের ধারে। প্রায় ৫০ কেজি জ্যান্ত রুই মাছ পেয়ে গ্রামের মানুষ মহা খুশি।

জানা গিয়েছে, সোমবার ঘাটাল থানার রথিপুর গ্রামের এক বাসিন্দা বাড়ি নির্মাণের কাজে স্থানীয় বালিখাদান থেকে দুই ট্রাক বালি কিনে আনে। সেই বালি ফেলা হয় ওই জাতীয় সড়কের ধারে। এরপর ওই ব্যক্তি বাড়িতে চলে যান। রাস্তায় বালি পড়ে থাকে।

এই সময় স্থানীয় এক গ্রামবাসী ওই পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। বালির গাদার দিকে চোখ যেতেই তিনি তো হতবাক হয়ে যান। প্রথমে তিনি ভাবেন এ হয়তো তার চোখের ভুল। ফের তিনি দেখার চেষ্টা করতেই তার চোখ তখন কপালে ওঠবার যোগাড়। এ কি কাণ্ড! বালির গাদার ভিতর থেকে রুই মাছের মাথা বেরিয়ে আছে মনে হচ্ছে। কাছে গিয়ে হাত দিয়ে বালি সরাতেই বেরিয়ে আসে আস্ত একটি জ্যান্ত রুই মাছ। যার ওজন ৪০০ থেকে ৫০০ গ্রাম। নিমেষের ভিতর খবর ছড়িয়ে পড়ে গোটা গ্রামে।

এতদিন যারা বড়শি দিয়ে মাছ আনতে খাল-বিলে ছুটত তারা এবার ছুটল জাতীয় সড়কের ধারে। বালির গাদা থেকে রুই মাছ নেবে বলে সকলেই তখন ছুটতে শুরু করেছে। বিনা পয়সায় রুই মাচ! এমন সুযোগ ছাড়া যায় নাকি! সরকারের আনুকুল্যে চাল কিনতে তো দু’টাকা দিতে হয়, এখন রুই মাছ যদি একদিন বিনা পয়সায় মেলে ক্ষতি কী!

রাস্তার ধারে এসে সবাই বসে পড়ল বালির ভিতর হাতড়াতে। এক একজনের হাতে উঠে এল ওই একই ওজনের জ্যান্ত রুই মাছ। এভাবে কয়েক মিনিটের মধ্যে প্রায় ৫০ কেজি মাছ উদ্ধার হল। এভাবে বালির ভিতর কিভাবে এত মাছ উঠে এল তা নিয়ে সঠিক জবাব অবশ্য মেলেনি। তবে অনুমান করা হচ্ছে, মেসিন দিয়ে নদী থেকে বালি তোলার সময় রুই মাছের ঝাঁকটি ওই জায়গা দিয়ে যাচ্ছিল। তারা সেই বালির বিতর আটকে পড়ে। বেরোতে না পারায় তাদের ঠিকানা হয় রাস্তার ধারে এই বালির ভিতর। সদ্য নিয়ে আসা হয়েছিল বলে সেইসময় পর্যন্ত তাদের প্রাণ ছিল।

তবে এই ঘটনার পর স্থানীয় প্রশাসনকে আরও শক্ত হতে হবে বলে মনে করছেন কেউ কেউ। জলজ প্রাণীর এভাবে ক্ষতিসাধন কেউ করতে পারে কিনা সেব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া জরুরী বলে মনে করছেন অনেকেই।

Published on: আগ ১৩, ২০১৮ @ ২১:২২


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 3 =