Published on: আগ ২, ২০১৮ @ ১৮:২৮
এসপিটি নিউজ ডেস্কঃ যত সময় গড়াচ্ছে ততই পরিস্থিতি জটিল থেকে জটিলতর হয়ে উঠছে।শিলচর বিমানবন্দরে তৃণমূলের প্রতিনিধি দলের হেনস্থার অভিযোগ উঠেছিল অভিযোগ করা হয়েছিল, আসাম পুলিশ তাদের মারধর করেছে। এবার সে রাজ্যের ডিজিপি সাংবাদিক সম্মেনন করে জানিয়ে দিলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আসামের তিনটি থানায় এফআইআর করা হয়েছে। এই বিষয়ে তাঁকে জেরা করতে আসাম পুলিশের প্রতিনিধি দল শীঘ্রই হয়তো কলকাতায় আসতে পারে।এনআরসি নিয়ে তাঁর সাম্প্রতিক বিবৃতির উপর ভিত্তি করেই নাকি এই এফআইআর।
আসামের ডিজিপি জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আসামের পানবাজার থানা, বশিষ্ট থানা সহ মোট তিনটি থানায় মোট চারটি ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। ধারাগুলি হল ভারতীয় ফৌজদারী দন্ডবিধির ১২০বি, ১৫৩এ, ২৯৪ ও ৫০৬।
আসামের ডিজিপি সাংবাদিক সম্মেলনে জানান, সম্প্রতি আসামে নাগরিক পঞ্জির তালিকা প্রকাশ নিয়ে যে ধরনের বিবৃতি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূলত সেই অনুযায়ী এই মামলা তাঁর বিরুদ্ধে দায়ের করা হয়েছে।এ ব্যাপারে তাদের কাছে ভিডিও ফুটেজ তাদের কাছে জমা পড়েছে। সেই ফুটেজ দেখার পরই এফআইআর দায়ের করা হয়। তবে এই বিষয়ে তদন্তের জন্য তাদের এক প্রতিনিধি দল শীঘ্রই কলকাতায় যাবে বলেও জানান তিনি।
বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে কলকাতায় ফিরেছেন। দমদম বিমানবন্দরে নেমেই তিনি কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন। তিনি বলেন, আমাদের সাংসদদের এক প্রতিনিধি দল আজ আসামে গিয়েছে সেখানকার নিপীড়িত মানুষের সঙ্গে কথা বলবে বলে। তাঁরা কোনও অশান্তি করেনি। অথচ বিমানবন্দরেই তাদের আটকে দিয়ে তাদের হেনস্থা করা হল। মহিলা সাংসদদের মারধর করা হল। এসব কি হচ্ছে। দেশে তো এক জরূরী সরকার চলছে। আমি স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংযের সঙ্গে কথা বলেছিলাম। তিনি আস্বাস দিয়ে বলেছিলেন কাউকে হেনস্থা করা হবে না। কিন্তু তাঁর আশ্বাস আশ্বাসই থেকে গেল। এনাফ ইজ এনাফ। এ রাজ্যে এসব চলতে দেব না।
Published on: আগ ২, ২০১৮ @ ১৮:২৮