Published on: মে ১৬, ২০১৮ @ ২০:৩৯
এসপিটি নিজ ডেস্কঃ বলিউড সুন্দরীদের নানা মুহূর্তই এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে ভায়রাল হয়ে যায়। তাই বলিউডের দুই সুন্দরী সোনম কাপুর আর মাহিরা খানের এমন অন্তরঙ্গ মুহূর্তের ছবি যে সেক্ষেত্রে ভায়রাল হবে না তা কি হয়? না এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। সংশ্লিষ্ট কোম্পানি এমন সুন্দর ছবি তাদের ট্যুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছে। আর তারপরই তা ভায়রাল হয়ে গেছে। যেখানে সোনম মাহিরাকে জড়িয়ে ধরে মাথায় চুমু খাচ্ছে।
ফ্রান্সের কান শহরে ফিল্ম ফেস্টিভ্যালে বলিউডের এক ঝাঁক সুন্দরী হাজির হয়েছিলেন। যেখানে ঐশ্বর্য রাই বচ্চন, দীপিকা পাড়ুকন, কঙ্গনা রানাউত এবং মল্লিকা শেরাওয়াত বিদেশি পোশাকে নিজেদের সৌন্দর্যকে তুলে ধরেছেন। এদের সকলেই ফিরে এলেও এখনও আছেন সোনম কাপুর ও মাহিরা খান। দু’জন খুবই ভালো বন্ধুও বটে। সোনমের বিয়েতে না আসতে পারলেও মাহিরা ট্যুইটে প্রিয় বান্ধবীকে শুভেচ্ছা জানিয়েছিলেন।সোনমও সেসময় জানিয়েছিলেন, কানে দেখা হবে।
আর সেই কান ফিল্ম ফেস্টিভ্যালে মাহিরাকে দেখেই সোনম এগিয়ে আসেন তাঁর কাছে। কাছে টেনে নেন মাহিরাকে। তারপর জড়িয়ে মাথায় চুম্বন দিয়ে আদর করেন। আর এমন সুন্দর কোম্পানি তাদের নিজস্ব অ্যাকাউন্টে পোস্ট করে। এর পরই তা ভায়রাল হয়ে যায়।
কে এই মাহিরা। তিনি পাকিস্তানের ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেত্রী হলেও তাঁর সঙ্গে বলিউডেরও যোগসূত্র আছে। শাহরুখের সঙ্গে তাঁর ‘রাইস’ ফিল্ম বলিউডে প্রথম ছবি। এছাড়াও মাহিরার সঙ্গে রণবীর কাপুরের একটি ছবিও ভায়রাল হয়েছিল। যেখানে দু’জনকে ধুমপান করতে দেখা গেছিল। এই ছবির জন্য পরে মাহিরা পাকিস্তানে ক্ষমাও চেয়েও ছিলেন। ২০১১ সালে মাহিরা পাকিস্তান ফিল্ম জগতে ‘বোল’ ছবি দিয়ে কেরিয়ার শুরু করেন। যেখানে তাঁর অভিনয় খুব প্রশংসিত হয়েছিল।ছবি-ট্যুইটার
Published on: মে ১৬, ২০১৮ @ ২০:৩৯