কাঁথিতে অমিত শাহের হুমকি, সভার শেষে সংঘর্ষ, রাজনাথের ফোন, মমতা বললেন-আপনাদের লোকজনকে সামলান

Main দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: জানু ২৯, ২০১৯ @ ২৩:৫২

এসপিটি নিউজ, কাঁথি, ২৯ জানুয়ারিঃ

এবার একেবারে সরাসরি তৃণমূলের দুর্গ বলে পরিচিত কাঁথিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে উৎখাত করার হুঁশিয়ারি দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। সভাস্থলে দাঁড়িয়ে তাঁর হুঁশিয়ারি- ১০টা প্রথম রাউন্ড, ১২টায় পঞ্চম রাউন্ড, ১টায় গণনা শেষ আর দুটোয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পতন। এরপর এক নাগাড়ে তিনি পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন। সভা শেষ হতেই শুরু হয় যায় বিজেপি- তৃণমূল কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ। দুই পক্ষের একাধিক কর্মী-সমর্থক আহত হয়। বাইকে আগুন লাগানো হয়। ভাঙচুর করা হয় তৃণমূলের পার্টি অফিস। বিজেপি কর্মীদের বাসে চালানো হয় ভাঙচুর। জ্বলতে থাকে আগুন। বিজেপি ও তৃণমূল উভয়ে উভয়ের বিরুদ্ধে অভিযোগ- পাল্টা অভিযোগ করে। দিল্লি থেকে স্বরাষ্টমন্ত্রী রাজনাথ সিন মুখ্যমন্ত্রীকে ফোন করে ঘটনার সম্পর্কে জানতে চান। দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুরোধ করেন। তখন মুখ্যমন্ত্রী পাল্টা নালিশ জানিয়ে বলেন- শান্ত বাংলাকে অশান্ত করে তোলার চেষ্টা করা হচ্ছে। আপনি আপনার লোকজনদের সামলান।এর আগে রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন- ওরা আমাদের পার্টি অফিস ভাঙচুর করে আগুন লাগিয়েছে আমাদের লোকজন কি ওদের রসগোল্লা খাওয়াবে? এর ফল ওদের ভুগতে হবে।

Published on: জানু ২৯, ২০১৯ @ ২৩:৫২


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − 7 =