
Published on: মে ১৩, ২০১৮ @ ২১:৩৫
এসপিটি নিউজ, কলকাতা, ১৩মেঃ রবিবার দুপুরের পর থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের ছয় জেলায় ঝড়-বৃষ্টি হয়। বাজ পড়ে মৃত্যু হয় সাতজনের। যার মধ্যে চারজন শিশু। দুর্যোগপূর্ণ এলাকায় একাধিক কাঁচা ঘর ভেঙেছে। বহু জায়গায় ঝড়ে গাছ পড়ে বিদ্যুতের পোল পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।হাওড়া, হুগলি, নদিয়া, দুই ২৪ পরগনা ও কলকাতায় বৃষ্টিতে নাকাল হয় মানুষ।
কলকাতা কিংবা দুই ২৪ পরগনার শহর এলাকায় বৃষ্টির প্রভাবে সমস্যা তৈরি না হলেও বাকি জেলায় এর প্রভাব সমস্যা তৈরি করেছে। কারণ, রাত পোহালেই সেখানে পঞ্চায়েত ভোট। তাই বৃষ্টিতে বহু এলাকা জল্মলগ্ন হয়ে পড়ায় নতুন করে সমস্যা দেখা দিয়েছে। প্রশাসন সেইসব এলাকায় জল সরাতে ব্যস্ত হয়েছে। এমনকী, বহু জায়গায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, এই বৃষ্টির পরিমান বাড়বে। এই বর্ষা ক্রমেই পূর্ব দিকে ধাবিত হবে। ফলে দুর্যোগ তৈরি হবে বাংলাদেশের বেশ কিছু এলাকায়।
Published on: মে ১৩, ২০১৮ @ ২১:৩৫