
Published on: ফেব্রু ১০, ২০২১ @ ১৭:০৩
এসপিটি নিউজ: এখনও সেভাবে আন্তর্জাতিক উড়ান পরিষেবা চালু হয়নি। তবে বিশেষ কিছু ক্ষেত্রে এই উড়ান চালানো হচ্ছে। সেই মতো গতকাল অর্থাৎ 9 ফেব্রুয়ারি কলকাতা বিমানবন্দরে মোট 12টি আন্তর্জাতিক উড়ান ওঠা-নামা করেছে।সেখানে মোট 1330 জন যাত্রীকে স্বচ্ছ ভ্রমণের জন্য বিমানবন্দরের কর্মীরা সহায়তা করেছেন।
নাগরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরী ট্যুইট করে জানিয়েছেন যে গতকাল অর্থাৎ 9 ফেব্রুয়ারি সারা দেশে আভ্যন্তরীণ বিমান পরিষেবায় মোট 2,152 ফ্লাইটে 2,36,448 যাত্রী যাতায়াত করেছেন। মোট 4,295টি বিমান চলেছে। বিমানবন্দরগুলিতে মোট ফুটফলসের সংখ্যা 4,71,727 জন।
এয়ারপোর্ট অথোরিটি অব ইন্ডিয়া জানিয়েছে- “সমস্ত বিমানবন্দরে পর্যাপ্ত সুরক্ষা নির্দেশিকা অনুসরণ করে চলায় অভ্যন্তরীণ বিমান চলাচল এখন বেশ ভালভাবে পরিচালিত হচ্ছে! 25 মে থেকে অভ্যন্তরীণ বিমানের কার্যক্রম পুনরায় শুরু করার পর থেকে, এএআই বিমানবন্দর থেকে 4.13 কোটি যাত্রী 3.95 লক্ষ বিমানের মাধ্যমে ভ্রমণ করেছেন।”
With adequate safety guidelines being followed at all #AAI airports, domestic air traffic has taken off quite well now! Since the resumption of domestic flight operations on 25 May'20, over 4.13 Cr passengers have travelled from #AAI Airports pan-India through 3.95 lac flights. pic.twitter.com/yytVf2GhkD
— Airports Authority of India (@AAI_Official) February 10, 2021
Published on: ফেব্রু ১০, ২০২১ @ ১৭:০৩