
Published on: ফেব্রু ৯, ২০২১ @ ১৭:০৬
এসপিটি নিউজ: আচমকা পাইলটের থেকে একটি সতর্কতা পায় এয়ার ট্র্যাফিক কন্ট্রোল বিভাগ। আর তখনই গুয়াহাটি-বেঙ্গালুরু রুটের উড়ানকে কলকাতায় ঘুরিয়ে দেওয়া হয়। নিরাপদেই উড়ানটি কলকাতা বিমানবন্দরে অবতরণ করে।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গেছে, ইন্ডিগোর বিমান 6E-291 গুয়াহাটি-বেঙ্গালুরুগামী উড়ানটি কলকাতায় ঘুরিয়ে দেওয়া হয়েছিল। কারণ, বিমানটির পাইলটের থেকে একটি সতর্কতা বার্তা মিলেছিল। সেই বার্তা পাওয়ার পরই এয়ার ট্র্যাফিক কন্ট্রোল থেকে বিয়ামানটির গতিপথ ঘুরিয়ে দেওয়া হয়।
সেই মতো বিমানটিকে কলকাতা বিমানবন্দরে নিরাপদেই অবতরণ করানো হয়। যাত্রীরা সকলেই সুরক্ষিত রয়েছেন। তারপর তাদের অপর একটি বিমানে করে বেঙ্গালুরুতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।
Published on: ফেব্রু ৯, ২০২১ @ ১৭:০৬