
Published on: জুন ১৫, ২০২১ @ ১৮:১৯
এসপিটি নিউজ, কলকাতা, ১৫ জুন: এবার হজ যাত্রীদের হজ যাত্রা করা হবে না। কারণ করোনা মহামারীর কারনে ইতিপূর্বেই সৌদি আরব সরকার এক বিবৃতি প্রকাশ করে জানিয়ে দিয়েছে যে তারা এ বছর অর্থাৎ হজ-২০২১ বিদেশিদের জন্য বাতিল করেছে। এই বিবৃতি প্রকাশের পর ভারতের হজ কমিটি এক সার্কুলার প্রকাশ করে জানিয়ে দিয়েছে যে এবার হজ-২০২১ সম্পর্কিত সমস্ত আবেদনই বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
All applications for Haj 2021 cancelled: Haj Committee of India pic.twitter.com/z1Pnnrz4Ha
— ANI (@ANI) June 15, 2021
বিশ্বজুড়ে করোনা মহামারীর প্রকোপে বহু মানুষের মৃত্যু হয়েছে। এখনও বহু দেশে লকদাউন চলছে। পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয় নি। এই অবস্থায় হজযাত্রা কর্মসূচি স্বাস্থ্য সুরক্ষায় ব্যাঘাত ঘটানোর আশঙ্কা রয়েছে।আর সেসব দিক বিবেচনা করেই সম্ভবত এবার সৌদি আরবের হজও উমরাহ মন্ত্রক এক বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে যে তারা এবার করোনা মহামারীর কারণে সিদ্ধান্ত নিয়েছে যে দেশের ভিতরে শুধুমাত্র তাদের নাগরিক ও বাসিন্দাদেরই হজ-এ যাওয়ার অনুমতি দেবে। তাও খুবই সীমিত সংখ্যক। আন্তর্জাতিক কিংবা বিদেশিদের জন্য এবছর হজ যাত্রা বাতিল করা হয়েছে।
এই সার্কুলার জানার পরই ভারতের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের অধীনস্ত ভারতের হজ কমিটি সিদ্ধান্ত নিয়ে জানিয়েছে যে তারাও এই পরিস্থিতিতে হজ-২০২১ সম্পর্কিত সমস্ত আবেদন বাতিল করছেন।
Published on: জুন ১৫, ২০২১ @ ১৮:১৯