বিশ্ব বাংলা গেটে’র আদলে ‘গেটওয়ে অফ বেঙ্গল’ তৈরি হবে সীমান্তবর্তী শহর বনগাঁয়

Main দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

 Published on: অক্টো ৯, ২০২৩ at ১৭:২৭
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ: বাংলার প্রবেশদ্বার গড়ে তোলা হবে বনগাঁয়। রাজ্য সরকারের পক্ষে এ বিষয়ে ইতিমধ্যে সিদ্ধান্ত হয়ে গিয়েছে। ঠিক হয়েছে, এটি নাম দেওয়া হয়েছে ‘গেটওয়ে অফ বেঙ্গল।’ এটি কলকাতায় নিউটাউনের বিশ্ব বাংলা গেটের আদলে তৈরি হবে নতুন ‘গেটওয়ে অফ বেঙ্গল’। বনগাঁর পুরপ্রধান গোপাল শেঠ বলেছেন- এই ‘গেটওয়ে অফ বেঙ্গল’ তৈরি হলে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে বনগাঁ শহর। একই সঙ্গে তৈরি হবে কর্মসংস্থানেরও সুযোগ।

কেমন হবে এই ‘গেটওয়ে অফ বেঙ্গল’

এই প্রশ্নের উত্তর জানতে চাইছেন সকলে। আসলে এটি তৈরি করা হবে কলকাতায় নিউটাউনে বিশ্ব বাংলা গেটের আদলে। নকশা তেমনটাই হবে।বনগাঁ-চাকদা রোডে নির্মাণের জায়গা বেছে নিয়েছে পূর্ত বিভাগ। বনগাঁ পুরসভার পুরপ্রধান গোপাল শেঠ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন- এই গেটের নকশা তৈরি হয়ে গিয়েছে। নকশা পাঠানো হয়েছে পূর্ত দফতরে। পুর ও নগোরন্নয়ন দফতর থেকে প্রাথমিক সম্মতিও পাওয়া গিয়েছে। আশা করি খুব শীঘ্রই চূড়ান্ত অনুমতি পাওয়া যাবে। তারপরই শুরু হবে প্রকল্পের কাজ।’

উচ্চতা কত হবে এবং কি থাকছে

সূত্রের খবর, নতুন গেট হবে ৫৫ ফুট উঁচু ও ৪০ ফুট চওড়া। তুলনামূলকভাবে, কলকাতার নিউটাউনের বিশ্ব বাংলা গেটটি ১৬৪ ফুট উঁচু এবং ১৯৭ ফুট চওড়া। ঠিক হয়েছে, গেটে একটি রেস্টুরেন্ট তৈরি করা হবে। ৫০ জনের বেশি লোকের বসার ক্ষমতা সহ স্থানীয় এবং বিদেশি খাবারের বিকল্পগুলি উপলব্ধ হবে। এছাড়াও অন্যান্য বিনোদনের বিকল্পও দেওয়া হবে।

জানা গিয়েছে, রেস্তোরাঁর ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে বনগাঁ পুরসভা। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের প্রশিক্ষণ দিয়ে রান্না ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হবে। যাদের বিদেশি খাবার তৈরিতে দক্ষতা আছে তাদেরও নিয়োগ দেওয়া হবে। রাজ্য সরকার আশাবাদী, এই প্রকল্পটি এই অঞ্চলের স্থানীয়দের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।এই ষর হয়ে বিদেশি পর্যটকরা বিশেষ করে বাংলাদেশ থেকে বহু মানুষ কলকাতায় আসেন। রাজধানীর পথে সকল পর্যটকদের জন্য বনগাঁকে আরও আকর্ষণীয় করে তুলতে এই পরিকল্পনা নেওয়া হয়েছে।

কলকাতায় বিশ্ব বাংলা গেট

এর আগে কলকাতায় নিউটাউনে গড়ে তোলা হয়েছে বিশ্ব বাংলা গেট।কলকাতার নিউটাউনের বিশ্ব বাংলা সরণি, মেজর আর্টেরিয়াল রোড (দ: পূ:) ও নিউ টাউন রোড এর সংযোগস্থলে অবস্থিত নারকেলবাগান মোড়ে এই তোরণটির অবস্থান।

গেটের সঙ্গে রয়েছে একটি ঝুলন্ত রেস্তোরাঁও। গেটের চারটি স্তম্ভ জুড়ে ঝুলে রয়েছে একটি বলয়। কাচ দিয়ে ঘেরা এই বলয়াকৃতি অংশে রয়েছে রেস্তোরাঁ এবং ভিজিটর্স গ্যালারি। যেখান থেকে নিউটাউন ও কলকাতার অনেকটা অংশ দেখা যায়।এটি কলকাতা শহরের স্বাগত তোরণ বা প্রবেশ দ্বার হিসাবে নির্মাণ করা হয়েছে। এই স্থাপত্যটি কলকাতা শহরের একটি আধুনিক শিল্প নির্মানের প্রতীক।

কলকাতা গেটের নকশা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নকশা ২০১৫ সালে জনসম্মুখে আনা হয়। এর পর ৬ মার্চ ২০১৭ সালে শুরু হয় গেটের নির্মাণ। ৭০ টন ইস্পাত দিয়ে তৈরি হয় এই গেট। ছবিটি বিশ্ব বাংলা গেট সাইট থেকে নেওয়া।

Published on: অক্টো ৯, ২০২৩ at ১৭:২৭


শেয়ার করুন