Published on: ফেব্রু ২, ২০২১ @ ১০:০৩
এসপিটি নিউজ, কলকাতা, ২ ফেব্রুয়ারি: কলকাতা বিমানবন্দর সব সময়েই এক পরিচ্ছন্ন ভাবমূর্তি নিয়ে চলে। এবার করোনা কালেও তার ব্যতিক্রম ঘটেনি। যাত্রীদের যাতে কোনওরকম সমস্যা না হয় তার সব রকমের ব্যবস্থাই করেছে তারা।
কলকাতা বিমানবন্দর জানিয়েছে, গত 31 জানুয়ারি এই বিমানবন্দরে মোট ১২টি আন্তর্জাতিক উড়ান ওঠা-নামা করেছে। এতে মোট 1144জন যাত্রী যাতায়াত করেছেন।কলকাতা বিমানবন্দর এই সমস্ত যাত্রীদের সহায়তা করেছে।
বিমানবন্দর সূত্রে জানানো হয়েছে, টার্মিনাল বিল্ডিং-এ থাকা তাদের করোনা যোদ্ধারা যাত্রীদের পাশে থেকে সমস্ত রকমের সহায়তা করেছে। সেখানে ব্যাগ স্যানিটাইজ করা থেকে শুরু করে যাত্রীদের যাতায়াতের পথকে পরিষ্কার-পরিচ্ছন্ন রেখে সমস্ত সুরক্ষা ব্যবস্থা বহাল রেখেছেন।
Published on: ফেব্রু ২, ২০২১ @ ১০:০৩