দেশের বিভিন্নপ্রান্ত থেকে গ্রেফতার খালিস্তানপন্থী সন্ত্রাসী

Main দেশ
শেয়ার করুন

Published on: ফেব্রু ৯, ২০২১ @ ১১:০৮

এসপিটি নিউজ:   দেশের জাতীয় রাজধানী দিল্লিতে সাধারণতন্ত্র দিবসের দিন লালকেল্লায় জাতীয় পতাকার অবমাননার দায়ে পুলিশ যথাযথ ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। এই ঘটনার পিছনে খালিস্তানীদের প্রচ্ছন্ন মদতের আভাষ মিলেছে। আর তারপর থেকেই দেশজুড়ে খালিস্তানপন্থীদের খুঁজে বার করার অভিযান শুরু হয়েছে। ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গ্রেফতারও হয়েছে বেশ কয়েকজন খালিস্তানপন্থী সন্ত্রাসী।

সংবাদ সংস্থা এএনআই মহারাষ্ট্রের নান্দেদ পুলিশের সূত্র ধরে জানিয়েছে, গত ৭ ফেব্রুয়ারি অভিযুক্ত এক খালিস্তান সমর্থককে সেখানকার পুলিশ গ্রেফতার করেছে। পাঞ্জাব সিআইডি তার অবস্থান সনাক্ত করে সেখানকার পুলিশকে জানিয়েছিল। তারপর তারা সেই সূত্র ধরে ওই খালিস্তানী সমর্থককে গ্রেফতার করে। বর্তমানে তাকে পাঞ্জাব নিয়ে যাওয়া হচ্ছে।

একইভাবে পাঞ্জাব ও উত্তরপ্রদেশ পুলিশের একটি যৌথ দল খালিস্তানপন্থী সন্ত্রাসীদের এক সহযোগীকে গ্রেফতার করেছে বলে মঙ্গলবার পুলিশ জানিয়েছে।তারা জানান, জগদেব সিং ওরফে জগ্গাকে সোমবার নগরীর বিকাশ নগর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছিল।

আসামি খালিস্তানপন্থী সন্ত্রাসী পরমজিৎ সিংহ পাম্মাহ ও মালতানি সিংহের সাথে জড়িত বলে সে জানিয়েছে। পরমজিৎ বর্তমানে যুক্তরাজ্যে রয়েছেন এবং মালতানি জার্মানিতে রয়েছেন। পুলিশ দু’জনের বিরুদ্ধে পাঞ্জাবের দেশবিরোধী কর্মকাণ্ড চালানোর এবং সন্ত্রাস প্রচার করার এবং শান্তি ও ধর্মীয় সহিষ্ণুতার ক্ষতি করার চেষ্টা করার অভিযোগ এনেছে।

পুলিশ জানিয়েছে, পরমজিৎ ও মালতানি জগদেব সিংকে দেশবিরোধী কর্মকাণ্ড চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল এবং তাদের দেওয়া অর্থ দিয়ে তিনি তার সঙ্গী জগদেব সিংয়ের সাথে মধ্য প্রদেশ থেকে বন্দুক এবং কার্তুজ কিনেছিলেন। তাকে গ্রেফতার করে পাঞ্জাব পুলিশ।পুলিশ আরও জানিয়েছে যে জগদেব পাঞ্জাবের ফিরোজপুর জেলার বাসিন্দা, তাকে এর আগে 2019 এবং 2020 সালেও গ্রেফতার করা হয়েছিল।

Published on: ফেব্রু ৯, ২০২১ @ ১১:০৮


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 10 = 19