ওদের বিপদে সহায় হল আর্মির এই হেলিকপ্টার

দেশ ভ্রমণ
শেয়ার করুন

Published on: সেপ্টে ২৭, ২০১৮ @ ২৩:০৮

এসপিটি নিউজ ডেস্কঃ এদের কেউ ট্রেক করতে গেছিলেন কেউ বা ঘুরতে। কিন্তু গত কয়েকদিনের বৃষ্টিপাতের ফলে হিমাচল প্রদেশের বেশ কিছু পাহাড়ি এলাকা বরফে ঢেকে গেছে। রাস্তাও চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। ফলে ২৪জন পর্যটক আটকে পড়েন রোতাং পাস আর চন্দ্রতাল লেকের মধ্যেখানে একটি স্থানে। এই বিপদ থেকে কিভাবে তারা রক্ষা পাবেন কিভাবে তারা ঘরে ফিরবেন তা ওদের জানা ছিল না।

ওরা সকলে যখন বিপদের মধ্যে পড়ে বাঁচার চেষ্টা করছে ঠিক তখনই আর্মির কাছে খবর যায় রোতাংপাস ও চন্দ্রতাল লেকের মাঝে বেশ কয়েকজন পর্যটক আটকে পড়ে আছেন। তাদের অবিলম্বে উদ্ধার করা জরুরি। সেই মতো আর্মির একটি বড় হেলিকপ্টার সেখানে এসে নামে।

বরফে ঢাকা পাহাড়ি এলাকায় সেইসময় এমন একটি হেলিকপ্টার দেখে ওদের সকলের প্রাণে বল আএ। ভরসা পায় যে তাহলে আর বিপদ নেই। এবার কিছু একটা হবে। আর্মির লোকজন এসে ওদের ২৪জনকেই সেই হেলিকপ্টারে তুলে সোজা কুলুতে নিয়ে যায়। আপাতত ওরা সকলেই এখন নিরাপদ। স্যালুট জানায় ওরা সকলে আমাদের দেশের জওয়ানদের।জয় জওয়ান।

Published on: সেপ্টে ২৭, ২০১৮ @ ২৩:০৮


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

47 − = 38