এনআরএস কান্ডঃ প্রধানমন্ত্রী মোদির হস্তক্ষেপ চাইলেন অধীর চৌধুরি

Main রাজ্য স্বাস্থ্য ও বিজ্ঞান
শেয়ার করুন

Published on: জুন ১২, ২০১৯ @ ০৮:৪১

এসপিটি নিউজ ডেস্কঃ আজ রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতালের আউটডোর পরিষেবা বন্ধ থাকবে। কলকাতায় এনআরএস হাসাপাতালে এক জুনিয়র ডাক্তার ও একজন ইন্টার্নের উপর ব্যাপক হামলার প্রতিবাদে ডাক্তাররা এই সিদ্ধান্ত নিয়েছেন।এই অবস্থায় আজ রাজ্যের চিকিৎসা পরিষেবা বড় প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। একই সঙ্গে উঠেছে চিকিৎসকদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টিও। আর এই সমস্যার সমাধানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে রাজ্যের এই পরিস্থিতিতে তাঁর হস্তক্ষেপের অনুরোধ জানিয়েছেন বহরম্পুরের কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।  একই সঙ্গে তিনি চিঠি লিখেছেন রাজ্যকেও।

সাম্প্রতিককালে এমন বেশ কয়েকটি ঘটনা ঘটায় ডাক্তাররা তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের প্রশ্ন, এভাবে আর কতদিন রোগীর বাড়ির লোকজনের হাতে মার খেতে হবে। আক্রান্ত হতে হবে। আবার পালটা রোগীর বাড়ির লোকজনদের পালটা অভিযোগ, আর কতদিন ডাক্তাররা চিকিৎসার নামে রোগীর প্রতি বিরূপ আচরন করে যাবে? চিকিৎসায় গাফিলতি দেখিয়ে যাবে?

আর এই টানাপোড়েনে আসলে কিন্তু বিগ্নিত হয়ে চলেছে চিকিৎসা পরিষেবা। যেটা ঘটেছে সেটা যেমন কাঙ্খিত নয় আবার যেটা ঘটছে সেটাও কিন্তু সাধারণ মানুষের পক্ষে শুভ নয়। একদিকে যেমন চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করার দিকটি রাজ্য সরকারকে দেখতে হবে আবার ঠিক তেমনই রোগী যাতে সঠিক চিকিৎসা পায় কোনওরকম গাফিলতি যাতে না হয় ভুল চিকিৎসা কিংবা অবহেলার জন্য কোনও রোগীকে যাতে অকালে চলে যেতে না হয়ে সেটাও দেখা জরুরী।

এখন আমাদের অপেক্ষায় থাকতে হবে কত তাড়াতাড়ি এর সমাধান সূত্র বেরোয়। সে রাজ্য কিংবা কেন্দ্র যেই করুক না না কেন, আগে সমাধান জরুরী। না হলে যে আরও বড় বিপদ অপেক্ষা করে আছে।

Published on: জুন ১২, ২০১৯ @ ০৮:৪১


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

95 − 89 =