মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ দিয়ে ভয় দেখাচ্ছেন, তাই রাজ্যে কেন্দ্র হস্তক্ষেপ করুক- বললেন দিলীপ ঘোষ

Main রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মন্ডল

Published on: জুন ১২, ২০১৯ @ ০৭:৫৬

এসপিটি নিউজ, মেদিনীপুর, ১২জুন: রাজ্যে ক্রমেই রাজনৈতিক উত্তেজনার পারদ চরমে উঠছে।উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালির ঘটনাকে ঘিরে রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। তার রেশ ছড়িয়ে পড়তে শুর করেছে গোটা রাজ্যে। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরায় দলের এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে ফের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

এদিন তিনি এক মারাত্মক অভিযোগ এনে বলেন- ” এ রাজ্যে রাজনৈতিক কর্মী, সাধারণ মানুষ, রোগী , ডাক্তার কেউ আজ সুরক্ষিত নন।  রাজ্য সরকার সব দিক দিয়ে ব্যর্থ।  মমতা বন্দ্যোপাধ্যায় সবথেকে অসফল মুখ্যমন্ত্রী।তিনি পুলিশ দিয়ে ভয় দেখিয়ে মানুষকে আটকানোর চেষ্টা করছেন  আর তাই কেন্দ্রের হস্তক্ষেপ জরুরি।”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও দাবি করেছেন- “আমারা বাংলা শান্তির বাংলা। এখানে অশান্তি ছড়ানোর চক্রান্ত করছে বিজেপি। আমি রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন সমস্ত মানুষের কাছে আবেদন জানাচ্ছি আপনারা এর বিরুদ্ধে জোট বাঁধুন। প্রতিবাদে সরব হন।”

এদিন বেশ কয়েকজন গ্রাম পঞ্চায়েত সদস্য ডেব্রায় বিজেপিতে যোগদান করেন। সেখানে উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ ও অন্তরা ভট্টাচার্য।

সন্দেশখালি ইস্যুতে মঙ্গলবারই বিজেপির শীর্ষ নেতা মুকুল রায় দাবি করেছিলেন অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফৌজদারি মামলা হওয়া জরুরী। এদিন ডেবরায় সেই দাবিকেই কার্যত সীলমোহর দিয়ে বিজেপির রাজ্য সভাপতি এক হাত নিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল শিবিরকে।তৃণমূলের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে এলাকায় সন্ত্রাস চালাচ্ছেন বলে ফের একবার অভিযোগে সরব হন দিলীপ ঘোষ।

বিভিন্ন অঞ্চলে সন্ত্রাস নিয়ে একের পরে ইস্যুতে মুখ খুললেন প্রাক্তন আইপিএস তথা দাপুটে বিজেপি নেত্রী ভারতী ঘোষ। এন আর এস কান্ডেও  সরকারকে ফের একবার বিঁধলেন তিনি।আজ বালিচকের এক বেসরকারি অফিস-এ বিভিন্ন দল থেকে আসা কয়েক শতাধিক কর্মী ও নেতৃবৃন্দ যোগ দান করে বিজেপিতে।

Published on: জুন ১২, ২০১৯ @ ০৭:৫৬

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 9 = 1