Published on: নভে ২৩, ২০১৮ @ ২০:২১
এসপিটি নিউজ ডেস্কঃ হিমাচল প্রদেশের একটি পঞ্চায়েত এমনই যা শুধু ভারত নয় গোটা এশিয়ার মধ্যে সবচেয়ে ধনী পঞ্চায়েত বলে স্বীকৃত হয়েছে। যদিও আজ এই পঞ্চায়েতটি মিউনিসিপ্যালিটির অন্তর্ভুক্ত হয়েছে। তবু এই পঞ্চায়েতকে সবচেয়ে ধনী পঞ্চায়েতের স্বীকৃতি দিয়েছে এই কারনে যে এখান থেকে নীল সোনা পাওয়া যায়। আর এই নীল সোনা নিয়ে ব্যবসা করে শুধু স্থানীয় বাসিন্দাই নয় বাইরের রাজ্য থেকে শুরু করে নেপাল থেকেও অনেকে আসে এই নীল সোনা নিয়ে ব্যবসা করতে।এমনই খবর প্রকাশিত হয়েছে জাগরন-এর অনলাইন সংস্করনে।
হিমাচল প্রদেশের কাংরা জেলার বিকাশখন্ড ধরমশালার ক্ষনিয়ারা গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা এই স্থান এখন ধর্মশালা নগর নিগম-এর ১৫ নম্বর ওয়ার্ডের পরিচিত বলে জানা গেছে। ২০০১ সালে ক্ষনিয়ারার অধীনে সিদ্ধপুর এলাকায় থাকা এই ক্ষনিয়ারা পঞ্চায়েতটিকে তিন ভাগে বিভক্ত করা হয়।ভাগ হওয়ার আগে এটি এশিয়ার সবচেয়ে ধনী পঞ্চায়েত ছিল, যার মধ্যে ১৫ থেকে ২০লাখ টাকাও ছিল। সেই সময়ে এখানকার মানুষ ভোর দুটো নাগাদ বেরোতেন, পরে তারা ভোর তিনটে নাগাদ স্লেট খাদানের দিকে অগ্রসর করতেন। ছবি- জাগরন
Published on: নভে ২৩, ২০১৮ @ ২০:২১