
Published on: জানু ৮, ২০২১ @ ০০:২৩
এসপিটি নিউজ: চার ধাম যাত্রায় অন্যতম গন্তব্য বদ্রিনাথধাম। এবার সেই বদ্রিনাথধাম যাওয়া এখন আরও সুবিধাজনক হয়ে গেল। কারণ, এক নয়া সড়ক তৈরির কাজ শেষ করেছে উত্তরাখণ্ড সরকার। আর তার ফল পাবে এখন থেকে বদ্রিনাথধামগামী তীর্থযাত্রীরা।
উত্তরাখণ্ড সরকারের তথ্য ও জনসংযোগ বিভাগ ট্যুইট করে এমনই এক সুসংবাদ জানিয়েছে। তারা লিখেছে- দোব্রাচন্ডি ব্রিজের পরে, রাজ্য সরকার আরও একটি প্রকল্পের কাজ শেষ করেছে যা গত আড়াই দশক ধরে (26 বছর) আটকে ছিল। স্থায়ী ব্যবস্থা হিসেবে বদ্রিনাথধামের যাত্রায় কনকর দিয়ে তৈরি লাম্বুর স্লাইড জোন তৈরি করা হয়েছে। এই প্রকল্পটি মাত্র দুই বছরের মধ্যে শেষ হয়েছে।
डोबराचांटी पुल के बाद राज्य सरकार ने एक और ऐसे प्रोजेक्ट का काम पूरा कर लिया है जो बीते ढाई दशकों (26 वर्ष)से अटका हुआ था। बदरीनाथधाम की यात्रा में नासूर बने लामबगड़ स्लाइड जोन का स्थायी ट्रीटमेंट कर लिया गया है। यह प्रोजेक्ट महज दो वर्ष में ही पूरा हो गया। pic.twitter.com/SidRrgjm5q
— Uttarakhand DIPR (@DIPR_UK) January 7, 2021
সূত্রটি জানিয়েছে, 107 কোটি টাকা ব্যয়ে প্রায় 500 মি দৈর্ঘ্যের এই নয়া স্লাইড জোনের ব্যবস্থা করা হয়েছে। এখন বদ্রিনাথধামের যাত্রা নির্বিঘ্নে করা সম্ভব হবে, যা যাত্রীদের ঝামেলা থেকে মুক্তি দেবে।
Published on: জানু ৮, ২০২১ @ ০০:২৩