Published on: এপ্রি ২৭, ২০১৮ @ ০০:৪১
এসপিটি নিউজ, মেদিনীপুর, ২৬ এপ্রিলঃ এ রাজ্যে বিধানসভায় একটি মাত্র আসন থাকলে কি হবে, প্রধান বিরোধী দল যে এ রাজ্যে এখন তারাই সেটা দিলীপ ঘোষ বারে বারে গরম গরম কথা বলে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে সেটাই বোঝাতে চাইছেন। যেমনটা হল বৃহস্পতিবার রাতে মেদিনীপুর শহরে বিজেপির জেলা কার্যালয়ে। যেখানে বসে বিজেপির রাজ্য সভাপতি রীলিমতো হুমকির সুরেই জানিয়ে দিলেন-এই নির্বাচনে তৃণমূল দাদাগিরি করবে। পরের নির্বাচনে আমরা দাদাগিরি করব। এটাই তৃণমূলের শেষ নির্বাচন।
বাঁকুড়া থেকে ফিরে বৃহস্পতিবার রাতে মেদিনীপুরে দলের জেলা কার্যালয়ে বসে এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে ফের বিদ্রুপ আর কটাক্ষ করেন দিলীপ ঘোষ। বলেন, তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার নির্বিঘ্নে ভোট চায় না। ওদের যোগ্যতা, ক্ষমতা নেই ভোট করার। তাই একদিনে নির্বাচন করতে চাইছে। ওরা খোলাখুলি চাইছে যা ইচ্ছে তাই করার।
তিনি বলেন, পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের বাহিনী থাকবে। তেমনি আমাদেরও বাহিনী থাকবে। আমাদের বাহিনী মানুষকে ভোট কেন্দ্রে পৌঁছে দেবে। পুলিশ ওদের হয়ে কাজ করছে। তাই আমরা ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য বাহিনী গড়ে তুলেছি।
শুক্রবার রাজ্যের নির্বাচন কমিশন সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান, বৈঠকে আমরা আমাদের কথা বলব। নির্বাচন কমিশনের কথা শুনব। যদি কমিশনের কথা আমাদের মনঃপুত না হয় তাহলে আমরা আদালতে যাব বলে জানিয়ে দেন বিজেপির রাজ্য সভাপতি।
Published on: এপ্রি ২৭, ২০১৮ @ ০০:৪১