Published on: ডিসে ২৯, ২০১৭ @ ১৯:৪৫
এসপিটি নিউজ ডেস্কঃ সবং-এর মতো উলুবেড়িয়া ও নোয়াপাড়া উপ-নির্বাচনেও একাধিক রাজনৈতিক দলের লড়াই হতে চলেছে। যার মধ্যে থাকছে তৃণমূল কংগ্রেস, সিপিএম, বিজেপি, কংগ্রেস, এসইউসি। আগামী ২৯ জানুয়ারি নির্বাচনের দিন ঘোষণা হয়েছে। ফল ঘোষণা হবে ১ ফেব্রুয়ারি। আজ তৃণমূল ভবনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। প্রার্থী ঘোষণা করে দিল তৃণমূল কংগ্রেস ও বামফ্রন্ট।
উলুবেড়িয়া ও নোয়াপাড়ায় তৃণমূলের প্রার্থীর নাম ঘোষণা নিয়ে জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরেই।উলুবেড়িয়ায় তৃণমূল সাংসদ সুলতান আহমেদ ও নোয়াপাড়ায় কংগ্রেস বিধায়ক মধুসূদন ঘোষের মৃত্যুতে দুই কেন্দ্রে উপ-নির্বাচন হতে চলেছে। সুলতান আহমেদের মৃত্যুর পর উলুবেড়িয়া কেন্দ্রে কে প্রার্থী হবে তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। অনেকগুলি নাম শোনা যাচ্ছিল।তবে অধিকাংশই মনে করেছিল তাঁর আত্মীওয়দের মধ্যে থেকেই সম্ভবত কাউকে প্রার্থী করা হবে।শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেস সুলতান আহমেদের স্ত্রী সাজদা আহমেদকেই প্রার্থী ঘোষণা করে বুঝিয়ে দিল দল প্রয়াত সাংসদের পাশেই আছে। একইভাবে দেখা গেল গাড়ুলিয়ার পুরপ্রধান সুনীল সিংকেই নোয়াপাড়ায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোনীত করেছে। আজ তৃণমূল ভবনে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানান, উলুবেড়িয়ায় তাদের প্রার্থী হচ্ছেন সুলতান আহমেদের স্ত্রী সাজদা আহমেদ ও নোয়াপাড়ায় প্রার্থী হচ্ছেন গাড়ুলিয়া পুরসভার পুরপ্রধান সুনীল সিং। সুনীলের নাম ঘোষণা করে পার্থ চট্টোপাধ্যায় সুনীলের প্রশস্তিও শুনিয়ে দেন।কেন তাকে বাছা হল কারণ হিসেবে তিনি জানান, সুনীল ভাল সংগঠক, তার নেতৃত্বে পুর এলাকায় ভাল কাজও হচ্ছে।তিনি আরো জানান, সবং-এ তৃণমূল কংগ্রেস ৫২ শতাংশ ভোট পেয়েছে। এই দুই কেন্দ্রে দল তার চেয়েও বেশি ভোট পাবে।
বারাকপুরের তৃণমূল কংগ্রেস নেতা ও আইনজীবী সম্রাট তপাদার জানান, “প্রয়াত প্রাক্তন জননেতা,গাড়ুলিয়া পুরসভার প্রাক্তন পুরপ্রধান কেদার সিংয়ের পুত্র ও প্রয়াত প্রাক্তন বিধায়ক জননেতা সত্যনারায়ণ সিংয়ের জামাতা,গাড়ুলিয়া পুরসভার বর্তমান পুরপ্রধান,দীর্ঘ দিনের রাজনৈতিক সহকর্মী সুনীল সিংকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হওয়ার জন্য অভিনন্দন।”
পাশাপাশি উলুবেড়িয়া ও নোয়াপাড়ায় বামেরা তাদের প্রার্থীর নাম ঘোষণা করে দিল। উলুবেড়িয়ায় বেমেরা তাদের পুরনো প্রার্থীকেই রেখে দিয়েছে। অর্থাৎ ২০১৪ সালে সুলতান আহমেদের কাছে ২ লক্ষ ভোটে পরাজিত সানিরুদ্দিন মোল্লাকেই এবারও প্রার্থী করল সিপিএম। নোয়াপাড়ায় তারা প্রার্থী করল ২০১৬ সালের বিধা্নসভা ভোটে নৈহাটি কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিকের কাছে পরাজিত গার্গী চট্টোপাধ্যায়কে প্রার্থী করল। তবে এই দুই কেন্দ্রে কংগ্রেস ও বিজেপি কাদের প্রার্থী করে সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
Published on: ডিসে ২৯, ২০১৭ @ ১৯:৪৫