
Published on: জানু ২৪, ২০১৮ @ ১৬:৫০
এসপিটি নিউজ, বারাকপুর, ২৪ জানুয়ারিঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে শামিল হতে নোয়াপাড়া বিধানসভা এলাকার কংগ্রেস নেতৃত্বের এক বড় অংশ যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। উপ-নির্বাচনের মাত্র কয়েক দিন আগে কংগ্রেসের ঘরে বিপর্যয় নেমে এল। বারাকপুরের তৃণমূল কংগ্রেস নেতা সম্রাট তপাদারের উদ্যোগে বিধানসভা এলাকার ১৮জন শীর্ষস্থানীয় নেতা সহ মোট প্রায় ২০০জন কংগ্রেস কর্মী যোগ দেওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠল। তৃণমূল কংগ্রেস বিধায়ক অর্জুন সিংয়ের হাত থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা গ্রহণ করেন। ছিলেন বারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত।
মঙ্গলবার নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের মণিরামপুর বাজার এলাকায় আনুষ্ঠানিকভাবে কংগ্রেস নেতাদের যোগদান ঘিরে ছিল সাজো সাজো রব। এদিনের যোগদানকারীদের মধ্যে উল্ল্যেখযোগ্য নাম হল নোয়াপাড়া শহর কংগ্রেসের কার্যকরী সভাপতি ভোলা যাদব ও কংগ্রেস আইনজীবী সেলের সদস্য আইনজীবী যশপল ভগত। এছাড়াও উল্লেখযোগ্য নেতারা হলেন চঞ্চল সরকার, রণজিৎ ঘোষ, কিষাণ যাদব, রমেশ সাউ, আশু প্রধান, তাপস রায়, বিশু রায়, সুদীপ সিং,অরূপ বিশ্বাস, মহম্মদ সেলিম, অরুণ কোনাই, প্রদীপ মুখার্জী, আখতার হোসেন, ছোটু সান্যাল, প্রদীপ ঘোষ।
সম্রাট তপাদার জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মকাণ্ডে নিজেদের যুক্ত রাখতে নোয়াপাড়ার কংগ্রেস নেতারা তৃণমূল কংগ্রেসে যোগদান করার ইচ্ছা প্রকাশ করেছিলেন।তিনি তাদের পাশে থেকে তৃণমূলে যোগদান করানোর উদ্যোগ নিয়েছিলাম।এই যোগদানের ফলে নোয়াপাড়া বিধানসভার উপ-নির্বাচনে কংগ্রেস বুথে এজেন্ট দেওয়ার আর লোক পাবে না।
Published on: জানু ২৪, ২০১৮ @ ১৬:৫০