Published on: আগ ৯, ২০২২ @ ১১:৪১
এসপিটি নিউজ: মহাসমারোহে ইসকন মায়াপুরে ৮ আগস্ট সোমবার থেকে শুরু হয়েছে ঝুলন ও রাখী পূর্ণিমা উৎসব। চলবে ১২ আগস্ট পর্যন্ত। পাঁচ দিন ধরে চলা এই উৎসবকে ঘিরে সেজে উঠেছে গোটা ইসকন মায়াপুর প্রাঙ্গন।
প্রথমদিন বিকেল পাঁচটায় চন্দ্রোদয় মন্দির থেকে শ্রীশ্রী রাধামাধবকে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে ঝুল মণ্ডপে নিয়ে যাওয়া হয়। রাত সাড়ে আটটা পর্যন্ত চলে আরতি কীর্ত্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান, দীপ দান এবং প্রসাদ বিতরণ কার্যক্রম। এই উৎসবে যোগ দিতে দেশ-বিদেশ থেকে বহু ভক্ত সমবেত হয়েছে।
ইসকন মায়াপুরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন- সারা বছর ধরে তিল তিল করে গড়ে তোলা হয় ঝুলন মণ্ডপটি। গুরুকুল ও গোশালার আশে অবস্থিত ঝুলন মণ্ডপটি। প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর, সুশীতল ছায়ানীড়, ফুল ফলে ভরা, বন্রাজিতে সুসজ্জিত মনোমুগ্ধকর আলোক মালা ও কৃত্রিম ফোঁয়ারার ঐক্যতানে আপনাকে পৌঁছে দেবে অন্য এক অপ্রাকৃত জগতে। প্রত্যক্ষ দর্শন না করলে এর অপার মহিমা বোঝা দুঃসাধ্য। মনের মণিকোঠায় ভেসে উঠবে পরমেশ্বর ভগবান রাধাকৃষ্ণের ঝুলন যাত্রার অপ্রাকৃত ছবি।
ঝুলন প্রেমের উৎসব, মিলনের উৎসব, পরমাত্মার সঙ্গে জীবাত্মার মহামিলনের উৎসব। পরস্পরকে আপন করে নেওয়ার উৎসব।
ঝুলন ও রাখী পূর্ণিমা উৎসব দেশভক্তি, দেশপ্রেম ও আধ্যাত্মিক বিকাশ সাধনের উৎসব। এই উৎসবের মধ্য দিয়ে ইসকন মায়াপুর এক বার্তা পৌঁছে দিতে চেয়েছে জনসমাজে। তাদের প্রার্থনা- ঝুলন ও রাখী পূর্ণিমা উভসব প্রসারিত হোক সমাজ জীবনের প্রতিটি কোনে কোনে। বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত হোক প্রেম মৈত্রী, ভালোবাসা। দৃঢ় হোক মানব মেলবন্ধন।
Published on: আগ ৯, ২০২২ @ ১১:৪১