“বিজেপি ভয়ঙ্কর দুষ্টু পার্টি। ভয়ঙ্কর, বাপ রে বাপ। শুধু গুন্ডাবাজি ছাড়া আর কিচ্ছু করে না।”
Published on: মে ৮, ২০১৯ @ ২৩:৫৬
এসপিটি নিউজ, পুরুলিয়া, ৮ মে: বিজেপির ‘জয় শ্রীরাম’ ধ্বনির খোঁদচার জবাব আজও দিয়ে গেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় ‘জয় শ্রীরাম’ ধ্বনি যে তিনি মেনে নেবেন না সেটা আরও একবার নির্বাচনী জনসভার মঞ্চে দাঁড়িয়ে বুঝিয়ে দিলেন।একই সঙ্গে রাম-সীতাকে টেনে এনে বিজেপিকে তীব্র ব্যঙ্গ করলেন।
রাম-সীতার নাম করে বিজেপকে ব্যাঙ্গ মমতার
1) বিজেপিকে ব্যাঙ্গ করে মমতা বলেন-” ইলেকশন আসলেই রামচন্দ্র সীতা মা কে ডাকে। ডেকে বলে সীতা মা সীতা মা আমার মনে হচ্ছে ভারতবর্ষে ভোট এসে গেছে। বলে কেন, কেন? দেখছো না, বিজেপি আমার নাম স্মরণ করছে। পাঁচ বছর করে না। যখন ইলেকশান আসে তখন রাম নাম করে তখন রাম নাম সত্য হয়। রাম নাম জিন্দাবাদ করে।”
ধর্ম নিয়ে মমতা যা বললেন
2) এরপর মমতা বুঝিয়ে দেন যে যার যার দেবতা সে সে মানবে। অন্য কেউ কারও নাম চাপিয়ে দিতে এলে তিনি তার বিরোধিতা করবেন শুধু নয় বাধাও দেবেন। এসব তিনি মেনে নেবেন না। এই প্রসঙ্গে তিনি বলেন-” আজকে আমি মা দুর্গা, মা লক্ষ্মী, মা কালী, শিব সব মানি। সব দেবতাকেই ভালোবাসি আমরা সবাই। আমার ধর্ম আমি করবো। সংখ্যালঘুরা তাদের ধর্ম ইসলাম ধর্ম- তারা রমজান করবে, রোজা করবে। ঈদ করবে। তাদের ধর্ম তারা করবে। আমার আদিবাসী ভাই-বোনেরা তাদের দেবতা মারাং গুরু। তারা মারাং গুরুর থানে যাবে। তারা জহর থানে যাবে। তারা মারাং গুরুকে ডাকবে। কখনো ভাদু পুজো হয়। কখনো টুসু পুজো হয়। কখনো করম পুজো হয়।”
“তোমাদের জন্মই হয়নি যখন মারাং গুরু এসেছিলো”
3) “আমি যদি একটা ছবি নিয়ে গিয়ে বলি-এটা বিজেপি-র দেওয়া তোমায় পুজো করতে হবে। তোমরা মানবে? তোমাদের মারাং গুরু বাদ দিয়ে। আমি আদিবাসী ভাইবোনেদের জিজ্ঞাসা করছি- করবেন? মারাং গুরু ছাড়া ঢুকতে দেবেন না। আমি কেন ঢুকতে দেবো? আমার দেবতা মা দুর্গা হতে পারে। মা কালী হতে পারে। একজনের দেবতা শিব হয়ে পারে। আর একজনের দেবতা মারাং গুরু হতে পারে।আর একজনের দেবতা ইসলাম-আল্লা। আর একজনের দেবতা গ্রন্থসাহেব। খ্রিস্টানদের দেবতা জেসাস ক্রাইস্ট। বুদ্ধিস্টদের দেবতা বুদ্ধদেব। যার যা নিজের মতো। এটা আমাদের ভারতবর্ষ। আর বিজেপি কি করে? একটা ছবি নিয়ে আসবে। নয় একটা মূর্তি বসিয়ে দেবে। গিয়ে বলবে এটাই তোমার দেবতা। কে ভাই তোমরা? তোমাদের জন্মই হয়নি যখন মারাং গুরু এসেছিলো।” বলেন মমতা।
মাতারা, মাকালী, ইদগাহ, গির্জা সব তারাই করে দিয়েছেন-বলেন মমতা
4) বাংলায় প্রায় সমস্ত ধর্মস্থান তিনি করে দিয়েছেন এই দাবি করে মমতা বলেন-“আমাদের বাংলায় অযোধ্যা পাহাড় বলুন, জয়চন্ডী বলুন, শুশুনিয়া বলুন, বিষ্ণুপুর বলুন, মা তারা বলুন, মা কালী বলুন, দক্ষিণেশ্বর কালী বলুন, পাথরচাপড়ি বলুন, ইদগাহ বলুন, গির্জা বলুন, সব কিন্তু আমরা তৈরি করে দিয়েছি। বাবা তারকনাথ বলুন সব করে দিয়েছি। আমাদের বলতে হয় না। এমনকি এখানেও ৭৫টি জহর থানের পাট্টা আমরা দিয়েছি।”
বিজেপি কেমন পার্টি- বাংলার মুখ্যমন্ত্রী দিলেন তাঁর মত
5) এরপরই মমতা বলেন- “বিজেপি তা করে না। ভয়ঙ্কর দুষ্টু পার্টি। ভয়ঙ্কর, বাপ রে বাপ। শুধু গুন্দাবাজি ছাড়া আর কিচ্ছু করে না। আগে খেতে পেত না, একটা বিড়িকে তিনবার টানতো। আর এখন টাকার বাক্স নিয়ে দৌড়চ্ছে। এটা গরম কাল। আম-কাঁঠাল দিলে খেয়ে নেবেন। আর আঁটিটা ছুঁড়ে ফেলে দেবেন।”
Published on: মে ৮, ২০১৯ @ ২৩:৫৬