
Published on: ডিসে ১৪, ২০২০ @ ১৮:০৮
এসপিটি নিউজ: আজ দুপুর থেকে ছড়িয়ে পড়ে শুভেন্দু অধিকারী নাকি তাঁর তৃণমূলের বিধায়ক পদ থেকে পদত্যাগ করতে চলেছেন। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও তাঁর আসার প্রতীক্ষায় বসে ছিলেন। তিনি নাকি আসবেনও বলেছিলেন। কিন্তু দীর্ঘ সময় অপেক্ষার পর স্পিকার বেরিয়ে যান। পদত্যাগ পত্র জমা দেওয়ার বিষয়টিও ফিকে হয়ে যায়।
দীর্ঘ কয়েক সপ্তাহ ধরেই শুভেন্দু অধিকারীকে ঘিরে তৃণমূল কংগ্রেস-বিজেপিতে টানাপোড়েন চলছে। যা নিয়ে রাজ্য-রাজনীতি রীতিমতো তোলপাড়। ইতিপূর্বে শুভেন্দু অধিকারী সেচ ও পরিবহন দফতরের মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন। তার আগে তিনি রাজ্য সরকারের দেওয়া নিরাপত্তাও ফিরিয়ে দিয়েছেন। এছাড়াও যে সমস্ত সরকারি পদে তিনি যুক্ত ছিলেন সেই সমস্ত পদ থেকেও তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন।
ইতিমধ্যে গোটা রাজ্যে নানা জায়গায় শুভেন্দু অধিকারীর ছবি সহ ‘আমরা দাদার অনুগামী’ বলে পোস্টার পড়েছে। পুরুলিয়াতে শুভেন্দু অধিকারীর অনুগামীরা আলাদা কার্যালয় খুলেছেন। নন্দীগ্রামেও খোলা হয়েছে সহায়তা কেন্দ্র। দুই মেদিনীপুর থেকে শুরু করে উত্তর ২৪ পরগনা, উত্তরবঙ্গের একাধিক জায়গাতে পড়েছে শুভেন্দুর সমর্থনে পোস্টার।
তবে শুভেন্দুকে দলে ফেরানোর প্রক্রিয়াও চালিয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। সম্প্রতি উত্তর কলকাতায় একটি বাড়িতে প্রশান্ত কিশোর ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দু অধিকারীকে মুখোমুখি বসিয়ে দীর্ঘ সময় ধরে আলোচনা চলে। সেই বৈঠকে তৃণমূলের দুই শীর্ষ নেতা সৌগত রায় ও সুদীপ বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। কিন্তু সেই বৈঠক ব্যর্থ হয়ে যায় যখন শুভেন্দু নিজেই সৌগত রায়কে হোয়াটসআপ করে জানিয়ে দেন -এভাবে কাজ করা অসম্ভব। তার আগে সৌগতবাবু আলোচনা শেষ হতে না হতেই একটি টিভি চ্যানেলকে ফোনে বৈঠকের বিস্তারিত সব জানিয়ে দিয়েছিলেন। তিনি দাবি করেছিলেন- সব কিছু মিটে গেছে। শুভেন্দু অধিকারী দলেই থাকছেন।
এরপর বেশ কিছুদিন চুপচাপ ছিল সব কিছু। এরপর আজ ফের একটা খবর চাউর হয়ে যায় যে শুভেন্দু অধিকারী নাকি বিধায়ক পদ থেকেও পদত্যাগ পত্র জমা দিতে চলেছেন। সূত্রে খবর, তিনি স্পিকারের সঙ্গে দেখা করতে যাবেন বলেছিলেন। স্পিকার সেই মতো তাঁর জন্য অপেক্ষা করে বসে থেকে শেষে বেরিয়ে যান। শুভেন্দু অধিকারী আর আসেননি।
এখন শোনা যাচ্ছে শুভেন্দুবাবু নাকি দিল্লি রওনা হচ্ছেন।তাহলে কি তিনি বিজেপিতেই যোগ দিতে চলেছেন? এর জবাব পেতে অপেক্ষায় থাকতে হবে। কারণ, শুভেন্দু অধিকারী এ ব্যাপারে মুখ খুলছেন না। তাঁর সঙ্গে যোগাযোগও করা যায়নি।
Published on: ডিসে ১৪, ২০২০ @ ১৮:০৮