আসছে নয়া তথ্যপ্রযুক্তি নীতি, বাংলায় এখন শিল্পের অনুকূল পরিবেশ-ইনফোকমের সভায় বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

দেশ রাজ্য
শেয়ার করুন

এসপিটি নিউজ, কলকাতাঃ বাংলা এগোচ্ছে। রাজ্যের সব প্রান্তের মানুষ সু-নাগরিক পরিষেবা পাচ্ছে। ছোট-বড় শিল্পপতিরা বিনিয়োগের জন্য যোগাযোগ করছে। খুব শীঘ্রই হয়ত এ রাজ্যে বড় শিল্প বিনিয়োগ হতে চলেছে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ইনফোকম-২০১৭-র অনুষ্ঠানে এসে নিজের বক্তব্যে বাংলার অগ্রগতির কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।জানিয়ে দিলেন আগামী জানুয়ারি মাসেই রাজ্য নিয়ে আসছে নয়া তথপ্রযুক্তি নীতি।

তাঁর বক্তব্যে উঠে এল বাংলার উন্নয়ন, বাংলার প্রসার, বাংলার সাফল্যের কথা।ইনফোকম-২০১৭ চলবে তিনদিন ধরে।মুখ্যমন্ত্রী বলেন-আমরা কাজে বিশ্বাস করি, কথায় নয়।এখন বাংলায় কর্মদিবস নষ্ট হয় না, আগে অনেক কর্মদিবস নষ্ট হত। রাজ্যে আজ শিল্পের অনূকুল পরিবেশ গড়ে উঠেছে। রাজনৈতিক দিক থেকে বাংলায় এখন স্থিতাবস্থা আছে। বাংলা চুপচাপ কাজ করে যাচ্ছে।এখানকার ছেলেমেয়েরা আজ বিভিন্ন রাজ্যে কাজ করছে।বাংলার প্রতিভা সারা বিশ্বে স্বীকৃত।বাংলার একের পর এক তথ্যপ্রযুক্তি কেন্দ্র ভাল কাজ করে যাচ্ছে।নিয়ে আসা হচ্ছে নয়া তথ্যপ্রযুক্তি নীতি। জানুয়ারি মাসেই এই নীতি ঘোষণা করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী।

ডিজিটাইজেশনে যে বাংলা আজ অনেক দূর এগিয়ে গেছে সে কথা তুলে ধরে মমতা বলেন, ৬ বছর আগে থেকেই বাংলায় ডিজিটাইজেশনের কাজ শুরু হয়ে গেছে।ডিজিটাইজেশনের পথিকৃত বাংলা। একথা বলে তিনি এদিন শিল্পপতিদের বাংলায় বিনিয়োগের আহ্বান জানান।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

48 − = 41