আজ মুম্বইতে কঙ্গনা অভিনীত থালাইভি’র ট্রেলার মুক্তি পেল

Main দেশ বিনোদন
শেয়ার করুন

Published on: মার্চ ২৩, ২০২১ @ ২৩:৫৫

এসপিটি নিউজঃ আজ মুম্বইতে থালাইভি-র ট্রেলর মুক্তি পেল। তামিলনাড়ুর রাজনৈতিক নেত্রী জয়ললিতা জয়রামের জীবন কাহিনি অবলম্বনে চিত্রনাট্যটি তৈরি হয়েছে। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাউত। এই ছবিটি হিন্দিতে টৈরি হলেও এটি তামিল ও তেলেগু ভাষাতেও মুক্তি পাবে। তবে ছবিটি মুক্তি পেতে চলেছে চলতি বছরের ২৩ এপ্রিল।

জানা গেছে থালাইভি ছবিটির পরিচালক এ এল বিজয় এবং বিষ্ণু বর্ধন ইন্দুরী। প্রযোজনা করেছেন শৈলেশ আর সিংহ। তবে ছবিটিতে আরও এক খ্যাতিমান রাজনীতিবিদ এম জি রামচন্দ্রনের ভূমিকায় অভিনয় করেছেন দক্ষিণের প্রখ্যাত অভিনেতা অরবিন্দ স্বামী।

২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি ঘোষণা করা হয়েছিল যে জয়ললিতার উপর তাঁর জীবনী ভিত্তিক একটি চলচ্চিত্র নির্মাণ করা হবে। সেখানে জয়ললিতার ভমিকায় অভিনয় করবেন কঙ্গনা রানাউত। ওই বছরের ২৩ নভেম্বর ছবিটির টিজার বের হয়।

Published on: মার্চ ২৩, ২০২১ @ ২৩:৫৫


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

31 − = 27