
Published on: অক্টো ১৭, ২০১৮ @ ১৮:৩১
এসপিটি নিউজ, কলকাতা, ১৬ অক্টোবরঃ নবরাত্রির আজ অষ্টম দিন মহাষ্টমী। মা দুর্গাকে আজকের দিনে মহাগৌরী রূপে আবাহন করা হয়ে থাকে। গাভীর পিঠে সওয়ার করতে দেখা যায় মা মহাগৌরীকে। মা এখানে চতুর্ভূজা। মায়ের দু’হাতে থাকে ডমরু ও ত্রিশূল। আর দু’হাত থাকে আশীর্বাদস্বরূপ।
দেবী দুর্গারই আর এক বেশ মা মহাগৌরী। আসলে পার্বতী রূপে মা শিবকে স্বামী রূপে পাওয়ার জন্য অনেক ত্যাগ সহ্য করেছিলেন। উত্তাপ, ঠান্ডা, বৃষ্টি, খরা, ঝড়ের মোকাবিলা করেছিলেন। তাঁর গোটা শরীর কালো হয়ে গেছিল। ধুলো, পৃথিবীর মাটি আর গাছের পাতায় আবৃত হয়ে পড়েছিল।
অবশেষে শিব সন্তুষ্ট হয়ে তাঁকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছিলেন। গঙ্গার জলে তিনি স্নান সেরেছিলেন। চুলও ধুয়েছিলেন। তিনি ভক্তের দুর্দশা দূর করে তাঁদের মেধা ও গুণাবলীর বিকাশ ঘটাতে সাহায্য করে থাকেন।
Published on: অক্টো ১৭, ২০১৮ @ ১৮:৩১