Published on: জানু ৮, ২০১৯ @ ২৩:৫৬
এসপিটি নিউজ ডেস্কঃ তুষারপাত সমানে হয়ে চলেছে উত্তরের পাহাড়ি এলাকাগুলিতে। উত্তরাখণ্ডের গাড়োয়াল মন্ডল বিকাশ নিগমের বেশ কিছু এলাকায় আজ মঙ্গলবার তুষারপাত হয়। এরপর সেইসব এলাকায় বরফের ছেয়ে যায়। যার মধ্যে উল্ল্যেখযোগ্য হল বদ্রীনাথ মন্দির। সেখানে এদিন বরফের চাদরে মুড়ে যায় মন্দির চত্বর। সংবাদ সংস্থা এএনআই-এর ক্যামেরায় তা ধরা পড়েছে।
Published on: জানু ৮, ২০১৯ @ ২৩:৫৬