
এসপিটি নিউজ, কলকাতা: কোভিড-১৯ মহামারীর পর ফের চালু হয়ে গেল কলকাতা কলকাতা মেট্রো রেলের পরিষেবা। সব নিয়ম মেনেই এই পরিষেবা চালু করা হয়েছে। তবে শুরুর দিকে এখন একমাত্র স্মার্ট কার্ডধারীরাই মেট্রো রেলে চাপতে পারবেন। এখন টোকেন টিকিট বিক্রি বন্ধ আছে।ফলে ইচ্ছা করলেই সকলে এখনই মেট্রো রেলে চাপতে পারবেন না।
Metro services start under the New Normal today….. very positive passenger feedback on social distancing and crowd management at Dumdum stn. pic.twitter.com/iKyJd9vCbv
— METRO RAIL KOLKATA (@metrorailwaykol) September 14, 2020
একজন যাত্রী বলেন, “আমরা আনন্দিত যে মেট্রো চালু হয়েছিল, কারণ আমরা ভ্রমণের ক্ষেত্রে অনেক সমস্যার মুখোমুখি হয়েছিলাম। এখানে ব্যবস্থাগুলি খুব ভাল এবং যথাযথ স্যানিটাইজেশন করা হচ্ছে।”