খাবারে বিষ মিশিয়ে হাতিকে হত্যা? সন্দেহ দানা বাঁধছে-জানা যাবে ময়না তদন্তের পর

Main বন্যপ্রাণ রাজ্য
শেয়ার করুন

সোমবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি থানার অন্তর্গত বান্দি গ্রামে একটি পূর্ণবয়স্ক হাতির অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
Published on: সেপ্টে ১৪, ২০২০ @ ১১:০৮
Reporter: Biswajit Pande

এসপিটি নিউজ, পশ্চিম মেদিনীপুর, ১৪ সেপ্টেম্বর:  বন দফতরের নিষ্ক্রিয়তা, মানুষের সম্পত্তি নষ্ট- আর এর চূড়ান্ত ফল ভোগ করতে হচ্ছে প্রতিনিয়ত পৃথিবী থেকে ক্রমশ অব্লুপ্ত হতে থাকা বর্তমানের সর্ববৃহৎ প্রাণীটিকে। সারা বিশ্বজুড়েই এখন হাতির মৃত্যুর ঘটনা ঘটে চলেছে। তার বেশির ভাগই হয় মানুষের সঙ্গে সঙ্ঘর্ষের ফলে নতুবা তাদের খাবারের লোভ দেখিয়ে তার মধ্যে বিষ জাতীয় পদার্থ মিশিয়ে দিয়ে। সোমবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি থানার অন্তর্গত বান্দি গ্রামে একটি পূর্ণবয়স্ক হাতির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গ্রামবাসীদের অনেকেই মনে করছে যে হাতিটিকে খাবারে বিষ মিশিয়ে দেওয়া হয়েছিল। তা খেয়েই সম্ভবত মৃত্যু হতে পারে। তবে এটা অনুমান। তাই প্রমাণের জন্যে ময়না তদন্তের রিপোর্টের উপর নির্ভর করতেই হবে।

বন দফতর তদন্ত শুরু করেছে

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন- সোমবার সকালে স্থানীয় গ্রামবাসীরা গ্রামের পাশে জঙ্গল লাগোয়া এলাকাতে হাতিটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তৎক্ষনাৎ তারা বিষয়টি বনদফতরকে জানায়। খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে বনকর্মীরা  প্রয়োজনীয় তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারা অনুমান করছেন খাদ্যে বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে।

ধূপ জ্বালিয়ে ফুল দিয়ে হাতিটিকে প্রণাম করেন গ্রামবাসীরা

বনদফতর সূত্রে জানা গিয়েছে, গত একমাস ধরে ওই এলাকার জঙ্গলে ১৫ টির বেশি হাতি ঢুকে পড়েছিল, সেই দলেরই একটি হাতি মারা গিয়েছে। মৃত হাতিটিকে দেখতে ওই এলাকার মানুষেরা ভিড় জমায়। অনেকেই ধূপ জ্বালিয়ে ফুল দিয়ে হাতিটিকে প্রণাম করেন।জঙ্গল মহলের মানুষ হাতিকে দেবতা হিসাবে পুজো করেন।তাই পূর্ণ বয়স্ক একটি হাতির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ময়নাতদন্তের পর যাবে আসল তথ্য

বন দফতর অবশ্য জানিয়েছে, ময়নাতদন্তের পর জানা যাবে কি কারণে ওই হাতিটির মৃত্যু হয়েছে।দুই দিন আগে গোয়ালতোড়ে তমাল নদীর জলে ডুবে এক হস্তি শাবকের মৃত্যু হয়েছিল।ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একটি পূর্ণবয়স্ক হাতির মৃত্যুর ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

চার মাস আগেও একটি অন্তঃসত্ত্বা মহিলা হাতির মৃত্যু হয়

উল্লেখ করা যায় যে মাত্র চার মাস আগে শালবনি ব্লকের ৬ নম্বর ভীমপুর অঞ্চলের কদমাশোল গ্রামে একটি অন্তঃসত্ত্বা মহিলা হাতির মৃত্যু হয়েছিল।একসঙ্গে মা ও শিশুর মৃত্যুর ঘটনায় সেইসময় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। যেভাবে মারা গিয়েছিল ঠিক একইভাবে এই পুরুষ হাতিটিও মারা গিয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানান। চার মাসের মাথায় একই এলাকায় দুটি পূর্ণবয়স্ক হাতির মৃত্যুর ঘটনায় বন দফতরের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।

Published on: সেপ্টে ১৪, ২০২০ @ ১১:০৮


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 2 = 8