মানালি ফিরে গেলেন কঙ্গনা, উদ্ভব সরকারের বিরুদ্ধে ফের তুললেন আওয়াজ

দেশ
শেয়ার করুন

Published on: সেপ্টে ১৪, ২০২০ @ ২১:২৩

এসপিটি নিউজ:  শিবসেনা নেতা সঞ্জয় রানাউত তাড় বিরুদ্ধে অশালীন শব্দ প্রয়োগ করেছিলেন। মুম্বই এলে তাঁকে দেকেহ নেওয়ার হুমকি পর্যন্ত দিয়েছিলেন। কিন্তু অভিনেত্রী কঙ্গনা নিজের পথ থেকে পালিয়ে যাননি। শিবসেনা নেতার হুমকিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে তিনি মুম্বই পা রেখেছিলেন। তাঁর এই সাহসিকতা এবং প্রতিবাদী ভূমিকা দেখে কঙ্গনার মুম্বইয়ে স্বপ্নের অফিসকে অবৈধ ঘোষণা করে ২৪ ঘণ্টার নোটিশে ভেঙে গুড়িয়ে দিয়েছিল শিবসেনা শাসিত বৃহন্নমুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন বা বিএমসি। যারা হাইকোর্টের নির্দেশ পর্যন্ত মানেনি। এজন্য তাদের হাইকোর্টের কাছে জবাবদিহি করতে হচ্ছে।

এরপর কঙ্গনা মুম্বইতে নিজের ফ্ল্যাটে থেকেই একের পর এক তোপ দাগতে থাকেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। গতকাল তিনি মুম্বইয়ে মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির সঙ্গে দেখা করে নিজের নিরাপত্তাহীনতার কথা বলেন। আজ সকালেই তিনি পূর্ণ সুরক্ষার সঙ্গে মুম্বই ছেড়ে হিমাচল প্রদেশের মানালিতে নিজের বাসভবনে ফিরে যান।

কঙ্গনার লড়াই

মুম্বই ছেড়ে গেলেও মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে তাঁর প্রতিবাদ জারি রয়েছে। আসলে যেভাবে মহারাষ্ট্র সরকারের সংস্থা বিএমসি অবৈধ নির্মাণের অভিযোগ তুলে একজন বাড়ির মালিকের অনুপস্থিতিতে তাঁর অফিসে ঢুকে ভাঙচুরের নামে যে তান্ডব চালিয়েছে তা মেনে নিতে পারেননি কঙ্গনা।যে সরকার এমন ভাবে একজন মেয়ের কষ্টের পয়্সায় গড়ে তোলা তাঁর অফিস আসবাবপত্র থেকে শুরু করে সমস্ত কিছু ভেঙে গুঁড়িয়ে তছনছ করে দিয়ে চলে গিয়েছে সেই সরকারের প্রতি সম্মান কিভাবে তিনি দেখাবেন? আর তাই ট্যুইট করে কঙ্গনা সেদিনই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরেকে উদ্দেশ্য করে বলেছিলেন- “আজ তুই আমার ঘর ভেঙেছিস, কাল তোর দম্ভ চূর্ণ হবে।” এজন্য মুম্বইতে একটি থানায় কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। এরপর কঙ্গনা ফের ট্যুইট করে লেখেন-” সম্মান এমনি আসে না, অপরকে সম্মান দিতে হয়।তবেই সম্মান অর্জন হয়।”

কঙ্গনার একের পর এক ট্যুইট

ট্যুইট একঃ  কঙ্গনা এদিন সকালে একটি ট্যুইট করেন- “চণ্ডীগড়ে আসার সাথে সাথে আমার সুরক্ষা অনেক হালকা হয়ে যায়, লোকেরা আমাকে খুশিমনে অভিনন্দন জানান, মনে হচ্ছিল আমি এবার বেঁচে গেছি। একদিন ছিল যখন মুম্বইতে মায়ের আঁচলের শীতলতা অনুভব করতাম,আর আজ প্রাণে বেঁচে যাওয়াই অনেক। শিবসেনা থেকে সোনিয়া সেনা হয়ে যাওয়া মুম্বাইয়ের সন্ত্রাসী প্রশাসনের কথা বলছিল।”

ট্যুইট দুইঃ  কঙ্গনা আরও এক ট্যুইট করে লেখেন- “মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর মূল সমস্যা হ’ল কেন আমি মুভি মাফিয়াদের, এসএসআরের খুনিদের ও মাদক চক্রের কথা ফাঁস করে দিয়েছি, যেখানে তার প্রিয় পুত্র আদিত্য ঠাকরে ঝুলছে, এটি আমার বড় অপরাধ তাই এখন তারা আমাকে ঠিক করতে চায়, ঠিক আছে দেখি কে কাকে ঠিক করে? !!!”

ট্যুইট তিনঃ  “এই বছর দিল্লির বুক চিড়ে রক্ত ​​ঝরছে,  সোনিয়া সেনা মুম্বাইয়ে আজাদ কাশ্মীরের আওয়াজ তুলেছে, আজ স্বাধীনতার মূল্য কেবল কণ্ঠস্বর,  তোমরা আমাকে আওয়াজ দাও, নইলে সেই দিন খুব বেশি দূরে নেই যখন স্বাধীনতার মূল্য কেবল এবং কেবলমাত্র রক্তই হবে।” ট্যুইট করে লেখেন কঙ্গনা।

সঞ্জয় রাউতের বিরুদ্ধে হিমাচলে অভিযোগ দায়ের

এদিকে শিবসেনা নেতা সঞ্জয় রাউত যেভাবে কঙ্গনার বিরুদ্ধে অশালীন শব্দ প্রয়োগ করেছেন তা নিয়ে সরব হয়েছে হিমাচল প্রদেশ। সেখানে সঞ্জয় রাউতের বিরুদ্ধে এক অভিযোগ দায়ের করা হয়েছে সিমলা থানায়। উল্লেখ করা যেতে পারে কঙ্গনার বিরুদ্ধে অশালীন শব্দ প্রয়োগকারী শিবসেনা নেতা সঞ্জয় রাউতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা বিজেপি বিধায়ক এফআইআর-হিসেবে কার্যকর করার জন্য সিমলার পুলিশ সুপারের কাছে আবেদন জানিয়েছেন।

Published on: সেপ্টে ১৪, ২০২০ @ ২১:২৩


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

63 − = 54