Published on: ফেব্রু ১৩, ২০১৯ @ ১৬:০৬
এসপিটি নিউজ, হাওড়া, ১৩ ফেব্রুয়ারিঃ টাটানগর লাইনে আজ সাড়ে ছয় ঘণ্টা সকাল সাড়ে আটটা থেকে বিকেল তিনটে পর্যন্ত উন্নয়নের কাজ চলে। সেজন্য বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল দক্ষিন-পূর্ব রেল। ফলে ট্রেন চলাচল এই সময় ব্যহত হয়। এজন্য ট্রেন চলাচলে কিছু পরিবর্তন করা হয়। বাতিল করা হয় তিনটি ট্রেন। কিছু ট্রেনের যাত্রাপথ কমিয়ে দেওয়া হয়। কিছু ট্রেনের অতিরিক্ত স্টপেজ দেওয়া হয়।
বাতিল হয়েছে
০৮০১১/০৮০১২ চক্রধরপুর-টাটানগর-চক্রধরপুর স্পেশালকে বাতিল করা হবে। ৫৮০৩১/৫৮০৩২ চাকুলিয়া-টাটানগর-চাকুলিয়া প্যাসেঞ্জারকেও বাতিল করা হয়। ৫৮০২৪/৫৮০২৩ বরকাকানা-টাটানগর-বরকাকানা প্যাসেঞ্জারকেও বাতিল করা হয়।
যাত্রা পথ কমানো হয়েছে
৫৮৬৬২ হাতিয়া-টাটানগর প্যাসেঞ্জারকে গামহারিয়া পর্যন্ত চালানোর সিদ্ধান্ত হয়েছে।এই ট্রেনটি আবার ৫৮৬৬১ হয়ে গামহারিয়া থেকে রওনা দেয়। টাটানগর পর্যন্ত আর এদিন ট্রেনটি যায় নি। একই ভাবে ৫৮১০৪ বারবিল-টাটানগর প্যাসেঞ্জার ট্রেনিটিও টাটানগর পর্যন্ত যাইনি এদিন। যাবে চাইবাসা পর্যন্ত। ৫৮১০৩ হয়ে ট্রেনট ফের চাইবাসা থেকে রওনা দেয়। সেরকমই ১৩৩০১ ধানবাদ-টাটানগর সুবর্ণরেখা এক্সপ্রেস টাটানগরের পরিবর্তে কান্দ্রা পর্যন্ত যা্য। আবার ১৩৩০২ হয়ে ট্রেনটি কান্দ্রা থেকে রওনা দেয়।
অতিরিক্ত স্টপেজ
১২৪৪৩ হলদিয়া-আনন্দবিহার এক্সপ্রেসকে কান্দ্রায় এদিন অতিরিক্ত স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত হয়। ১৩৩০২ টাটানগর ট্রেনের প্যাসেঞ্জারদের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়। যেহেতু ট্রেনটি টাটানগরের পরিবর্তে কান্দ্রা পর্যন্ত চালানো হয়।
ট্রেনের সময়সূচি বদল
১৮১০১ টাটানগর-জম্মু তাওয়াই এক্সপ্রেস দুপুর আড়াইটের পরিবর্তে সাড়ে তিনটে নাগাদ ছাড়ে আজ। একইভাবে ১৮১৮৯ টাটানগর-রৌরকেল্লা-আলাপ্পুঝা লিঙ্ক এক্সপ্রেস দুপুর সাড়ে তিনটের পরিবর্তে সন্ধে ছ’টা বেজে ১৫মিনিটে ছাড়ার সিদ্ধান্ত হয়।
Published on: ফেব্রু ১৩, ২০১৯ @ ১৬:০৬