আইসিসি বিশ্বকাপ ২০১৯- দেখে নিন কবে কোথায় পড়ল ভারতের খেলা

Main খেলা বিদেশ
শেয়ার করুন

Published on: জুলা ২৪, ২০১৮ @ ২২:৫১

এসপিটি স্পোর্টস ডেস্কঃ ফুটবল বিশ্বকাপের রেশ কাটতে না কাটতেই ক্রিকেট বিশ্বকাপের ডাকে কাঠি পড়ে গেল। প্রকাশিত হয়ে গেল আইসিসি ওয়ান-ডে ক্রিকেট বিশ্বকাপ ২০১৯-এর ক্রীড়াসূচিও।ঠিক ৩০২ দিন বাদে শুরু হতে চলেছে বিশ্বকাপ ক্রিকেট। ৩০শে মে থেকে ১৪জুলাই পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। উদ্বোধনী ম্যাচ হবে ইংল্যান্ড-দঃ আফ্রিকার মধ্যে।ম্যাচটি হবে ওভালে।এবারের প্রতিযোগিতায় মোট ১০টি দল অংশ নেবে।ভারত প্রথম ম্যাচ সাউদ্যাম্পটনে খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।

১৯৮৩ ও ২০১১ সালের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত তাদের বিশ্বকাপ অভিযান শুরু করতে চলেছে ৫ই জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।রাউন্ড রবিন লিগে আলাদা আলাদা ম্যাচ ইংল্যান্ডের বিভিন্ন জায়গায় খেলবে। সাউদ্যাম্পটনে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের বিরুদ্ধে, বার্মিংহামে ইংল্যান্ড ও বাংলাদেশের বিরুদ্ধে, ম্যাঞ্চেস্টারে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, ওভালে অস্ট্রেলিয়া, নাটিংহামে নিউজিল্যান্ড ও লর্ডসে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে।

২০১৯ সালের বিশ্বকাপের ক্রিকেটের ম্যাচগুলি ইংল্যান্ডের ১১টি শহরে অনুষ্ঠিত হবে। এগুলি হল-লর্ডস, ওভাল, এজবাস্টন, টেন্ট ব্রিজ, ট্যন্টন, হেডিংলে, ওল্ড ট্র্যাফোর্ড, ব্রিস্টল, সাউদ্যাম্পটন, কার্ডিফ ও চেস্টর-লি-স্ট্রিট।

এবারের বিশ্বকাপ ক্রিকেটের ৭টি ম্যাচ দিন-রাতের হবে। যার মধ্যে প্রথম দিন-রাতের ম্যাচটি হবে অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের মধ্যে।রাউন্ড রোবিন লিগের খেলা শেষ হবে ৬ই জুলাই।৯ই জুলাই থেকে শুরু হবে সেমিফাইনাল।

 

Published on: জুলা ২৪, ২০১৮ @ ২২:৫১


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

57 − = 48