
Published on: মার্চ ২৪, ২০১৮ @ ১৩:০৪
এসপিটি স্পোর্টস ডেস্কঃ গোটা বিশ্বের সেরা ক্রিকেটারদের নজর থাকে আইপিএল-এ খেলার। সবাই মুখিয়ে থাকে টি-টোয়েন্টি ফর্ম্যাটের এই প্রতিযোগিতায় খেলার জন্য। কারণ, একটাই। এই প্রতিযোগিতায় আচ্ছে মোটা অঙ্কের টাকা। আর সেই লক্ষ্যেই ক্রিকেটাররা সুযোগের অপেক্ষায় থাকে। তারা ভাবে, কোন দল তাদের নেবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এবার সেই তালিকায় এবার ইংল্যাণ্ড, দক্ষিণ আফ্রিকা সহ বহু দেশের বেশ কিছু নামিদামি ক্রিকেটার দল পায়নি। যার মধ্যে আছে ইংল্যান্ডের দুই নামি ক্রিকেটার জো রুট ও ইউন মর্গ্যান।কিন্তু মজার ব্যাপার হল, আইপিএল-এ দল না পাওয়া সেই ক্রিকেটারকেই আইসিসি বিশ্ব একাদশের অধিনায়ক নির্বাচিত করে দিল। তিনি আর কেউ নন ইংল্যান্ড দলের টি-টোয়েন্টি দলের অধিনায়ক ইউন মর্গ্যান।
গত বছরের আইপিএল-এ মর্গ্যানকে খেলতে দেখা গেছিল পাঞ্জাব দলে। কিন্তু সেখানে তাঁর পারর্ফম্যান্স খুব একটা ভাল ছিল না। এর আগে তাকে হায়দ্রাবাদ দলে সাফল্যের সঙ্গে খেলতে দেখা গেছিল। যেখানে তাকে অধিনায়কত্ব করতেও দেখা গিয়েছিল। সেই সময় তাঁর বেশ কিছু ইনিংস এখনও মনে রাখার মতো। লম্বা শট নেওয়ার ক্ষেত্রে এই ব্যাটসম্যানের জুড়ি মেলা ভার। যদিও এবারে তাঁকে আর কোনও ফ্র্যাঞ্চাইজি দলে নেয়নি। সেই ক্রিকেটার মর্গ্যানকেই কিনা আইসিসি এবার বিশ্ব একাদশের অধিনায়ক নির্বাচিত করে দিয়ে চমক দেখাল।
আগামী ৩১ লর্ডসে ওয়েস্টইন্ডিজের বিপক্ষে খেলতে নামবে বিশ্ব একাদশ। টি-টোয়েন্টির ওই ম্যাচে দলকে নেতৃত্ব দিতে দেখা যাবে মর্গ্যানকে। এই ম্যাচটি চ্যারিটি হলেও মর্গ্যানের সামনে কিন্তু পুরনো হারের বদলা নেওয়ারও একটা সুযোগ থাকছে। কারণ, ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এই ওয়েস্টইন্ডিজ দলের কাছেই ইংল্যান্ড দলকে হারতে হয়েছিল। এমনিতে টি-টোয়েন্টি ফর্ম্যাটে বেশ শক্ত দল বলে সুনাম আছে ওয়েস্টইন্ডিজের। এখন দেখার বিষয় মর্গ্যান সেই সুযোগ কাজে লাগিয়ে আইপিএল ফ্র্যাঞ্চাইজি দলগুলিকে নিজের দক্ষতার বার্তা পৌঁছে দিতে সক্ষম হন কিনা।
Published on: মার্চ ২৪, ২০১৮ @ ১৩:০৪