
Published on: সেপ্টে ২০, ২০১৮ @ ১৭:৫০
এসপিটি নিউজ ডেস্কঃ বাড়ির পিছনে এক পরিত্যক্ত স্থানে তখন চলছে মা কুকুরের সঙ্গে বিষধর গোখরোর লড়াই। সামনে তার বাচ্চাগুলি। ফণা তুলে বিশালাকার এক গোখরো। সমানে সে ফোঁস করে চলেছে। কিন্তু বাচ্চাগুলিকে সেখান থেকে সরিয়ে নেওয়ার আগে এক এক ছোবল বসাতে থাকে বাচ্চাগুলির উপর। বাড়ির লোকজন বন দফতরকে খবর পাঠায়। কিন্তু তারা যখন আসে তখন খুব দেরী হয়ে গেছে। ততক্ষণে মা কুকুরের সামনে পড়ে আছে তার চারটি বাচ্চার অসাড় দেহ। কোনওরকমে একটি বাচ্চাকে সে রক্ষা করতে সক্ষম হয়। অড়িশার ভদ্রকে এই নাটকীয় দৃশ্য দেখতে ভিড় জমে যায়। বনকর্মীরা এসে সাপটিকে নিয়ে যায়। বাচ্চাগুলিকে হারিয়ে তখন সমানে ডেকে চলেছে মা কুকুরটি।
Published on: সেপ্টে ২০, ২০১৮ @ ১৭:৫০