বিমানকর্মীর ভুলে নাক দিয়ে রক্ত ক্ষরণ, অসুস্থ জেট এয়ারওয়েজের ৩০ যাত্রী

দেশ ভ্রমণ
শেয়ার করুন

Published on: সেপ্টে ২০, ২০১৮ @ ১৯:৫২

এসপিটি নিউজ ডেস্কঃ সবে মাত্র বিমানটি মুম্বই থেকে জয়পুরের উদ্দেশ্যে উড়তে শ্রু ক্রেছে। আর ঠিক সেইসময় মাঝ আকাশেই ঘর বিপত্তি নেমে। এল। যাত্রীদের নিঃশ্বাস নিতে কষ্ট হতে শুরু করে। তাদের অক্সিজেন মাস্ক পড়ে নিতে বলা হয়। তারা সেটা লাগিয়ে নেয়। কিন্তু তার মধ্যেও ৩০ জন যাত্রী কানে ব্যাথা অনুভব করতে থাকেন। নাক দিয়ে রক্তক্ষরণ হতে শুরু করে। অবশেষে জরুরি ভিত্তিতে জেট এয়ারওয়েজের বিমান ৭৩৭-কে মুম্বই বিমানবন্দরে ফিরিয়ে আনা হয়।

বিমানটিতে মোট ১৮৮জন যাত্রী ও পাঁচজন ক্রু সদস্য ছিলেন। অসুস্থ যাত্রীদের প্রাথমিকভাবে সুশ্রুষা করা হয়।প্রাথমিক জানা গেছে, বিমানের কর্তব্যরত এক কর্মী প্রেশার নিয়ন্ত্রণের সুইচ অন করতে ভুলে যায়। আর তাতেই এমন বিপত্তি।তবে অঈ কর্মীকে এই ঘটনার জন্য ওই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

ঘটনার কথা উল্লেখ করে এক যাত্রী বলেন, “বিমানটি মুম্বই বিমানবন্দরে অবতরণ করেছিল এবং আমাদের বলা হয়েছিল যে আমাদেরকে একটি পৃথক ফ্লাইটে স্থানান্তর করা হবে। এটি একটি দুর্ভাগ্যজনক ঘটনা। বিমানের ভিতর এসি দুর্বল হয়ে গেলে, এয়ার প্রেশার সিস্টেম খুব খারাপ হয়ে পড়ে এবং অক্সিজেন মাস্ক বেরিয়ে আসে। আমাদের মধ্যে কারও কারও নাক দিয়ে রক্তপাত হয় এবং কেউ কেউ মাথা ব্যাথাও অনুভব করেন।”

Published on: সেপ্টে ২০, ২০১৮ @ ১৯:৫২

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

33 + = 39