Published on: সেপ্টে ১, ২০১৮ @ ১৩:৪০
এসপিটি স্পোর্টস ডেস্কঃ জাকার্তা এশিয়েন গেমস শুরুর সময় যাদের নিয়ে কেউ আশাই করেনি তাঁরাই কিন্তু দেশের মান বাড়িয়ে দিয়ে চলেছে একের পর এক সোনার পদক জিতে। যে খেলায় সোনা আশা করা গেছিল সেই কবাডি, হকি, ব্যাডমিন্টন সবেতেই ব্যর্থ হয়েছে। অথচ এতদিন যাদের অবহেলা আর অবজ্ঞা জুটেছে সেই কুস্তি, বক্সিং, হেপ্টাথলন থেকে শুরু করে দৌড় প্রত্রিযোগিতায় কামাল করে দেখাচ্ছেন ভারতীয় খেলোয়াড়রা। আজ যেমন ৪৯ কিলোগ্রাম বিভাগে বক্সিং-এ অভূতপূর্ব সাফল্য এল ভারতের। বক্সার অমিত পঙ্ঘাল অলিম্পিকে সোনা জয়ী বক্সার উজবেকিস্তানের হাসানবয় দুশমাতোভকে হারিয়ে দেশের হয়ে ১৪তম সোনার পদক ছিনিয়ে আনেন।
ভারত এপর্যন্ত এবারের এশিয়ান গেমসে ১৪টি সোনা, ২৩টি রূপো ও ২৯টি ব্রোঞ্জ মিলিয়ে মোট ৬৬টি পদক অর্জন করেছেন।ফাইনালের আগে সেমিফাইনাল ম্যাচে অমিত ফিলিপিন্সের কার্লোকে ৩-২ গেমে হারায়। এর আগে গোল্ড কোস্টে আয়োজিত কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে রূপর পদক জেতেন। ২০১৭ সালে এশিয়ান চ্যাম্পিয়শিপ প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক লাভ করেন।
হরিয়ানার রোহতক জেলার মায়নায় জন্মান। অমিতের বাবা কিসানের বড় দাদাদ অজয় ভারতীয় আর্মিতে ছিলেন। তিনিই অমিতকে বক্সার হয়ে উঠতে প্রেরণা জুগিয়েছেন। ২০১৭ সালে জাতীয় বক্সিং প্রতিযোগিতায় অমিত সোনা জেতেন।
Published on: সেপ্টে ১, ২০১৮ @ ১৩:৪০