অর্ণব গোস্বামীর গ্রেফতারি নিয়ে সরব হলেন কেন্দ্রীয় মন্ত্রীরা

Main দেশ
শেয়ার করুন

Published on: নভে ৪, ২০২০ @ ১৭:১৯

এসপিটি নিউজ ডেস্ক:  আজ সকালে নিজের বাড়ি থেকে মুম্বই পুলিশ গ্রেফতার করে রিপাবলিক টিভি চ্যানেলের প্রধান সম্পাদক অর্ণব গোস্বামীকে। ভোর বেলায় বাড়িতে পুলিশ বাহিনী নিয়ে যেভাবে একজন প্রথিতযশা সাংবাদিককে টেনে-হিঁচড়ে টানতে টানতে গ্রেফতার করে পুলিশ ভ্যানে তুলে নিয়ে গেল তার করা নিন্নদা করেছেন কেন্দ্রের মন্ত্রীরা। নিন্দা করেছে বিজেপি শাসিত একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরাও।তবে সকলের মুখেই একটা কথা- এ ইন্দিরা জমানার জরুরী অবস্থার কথা মনে করিয়ে দিচ্ছে। সাংবাদিকতার ইতিহাসে এ এক কালো দিন।

দু’বছরের একটি পুরনো মামলা যা কিনা বন্ধ করে দেওয়া হয়েছিল সেই মামলাকে সামনে নিয়ে এসে অর্ণবকে গ্রেফতার করা হয় বলে সূত্র জানিয়েছে। যদিও তা নিয়েও প্রশ্ন উঠেছে।

রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার- অমিত শা

“কংগ্রেস এবং তার মিত্ররা আবারও গণতন্ত্রকে লজ্জা দিয়েছে।রিপাবলিক টিভি ও অর্ণব গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার হ’ল ব্যক্তি স্বাধীনতা এবং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর আক্রমণ।এটি আমাদের জরুরি অবস্থাকে মনে করিয়ে দেয়। ফ্রি প্রেসে এই আক্রমণটি অবশ্যই হওয়া উচিত নয় এবং বিরোধীতাও হবে।” বলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শা।

প্রতিবাদের সুরকে দমন করার সর্বগ্রাসী প্রবণতার প্রতীক-রাজনাথ সিং

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন-“বরিষ্ঠ সাংবাদিক অর্ণব গোস্বামীর প্রতি এমন আচরণ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে দুর্বল করার এবং প্রতিবাদের সুরকে দমন করার সর্বগ্রাসী প্রবণতার প্রতীক। কংগ্রেসকে জরুরি অবস্থা সহ অনেকগুলি উদাহরণের বিষয়টি বিবেচনা করা উচিত যে সংবাদ মাধ্যমকে দমনকারী সরকারগুলি খারাপভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।

ফ্যাসিবাদী পদক্ষেপ-পীযুশ গোয়েল

রেলমন্ত্রী পীযুশ গোয়েল বলেন- “মহারাষ্ট্রের সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপর এই হামলার তীব্র নিন্দা করি। এই ফ্যাসিবাদী পদক্ষেপ অঘোষিত জরুরি অবস্থার নিদর্শন সাংবাদিক অর্ণব গোস্বামীর উপর আক্রমণ আসলে ক্ষমতার অপব্যবহারের উদাহরণ। আমাদের সবাইকে ভারতের গণতন্ত্রের উপর এই আক্রমণের বিরুদ্ধে দাঁড়াতে হবে।”

ভারত জরুরি অবস্থার জন্য ইন্দিরা গান্ধীকে ক্ষমা করেনি- জে পি নাড্ডা

বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা বলেন- “ভারত জরুরি অবস্থার জন্য ইন্দিরা গান্ধীকে ক্ষমা করেনি। সংবাদ মাধ্যমের স্বাধীনতায় হামলার জন্য ভারত রাজীব গান্ধীকে কখনও ক্ষমা করেনি। এখন, ভারত আবারও সোনিয়া-রাহুল গান্ধীকে সাংবাদিকদের সাথে সমতা অর্জনের জন্য রাষ্ট্রীয় ক্ষমতার প্রয়োগ ও ভয় দেখানোর জন্য তাদের শাস্তি দেবে।”

সোনিয়া গান্ধী ও রাহুল গাঁধী কন্ট্রোলের কাজ করছে- প্রকাশ জাভদেকর

তথ্য ও সংস্ক্রতি মন্ত্রী প্রকাশ জাভদেকর বলেন-“আমরা  মহারাষ্ট্রে সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপর হামলার নিন্দা জানাই। এটি সংবাদ মাধ্যমের সাথে আচরণ করার উপায় নয়।  প্রেসের সাথে এইরকম আচরণ করা আমাদের জরুরি দিনের কথা মনে করিয়ে দেয়।সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর নেতৃত্বাধীন  কংগ্রেসকে আমরা তার মহাবাদী ও জরুরি মানসিকতার জন্য নিন্দা জানাই, যা মহারাষ্ট্রে প্রদর্শিত হচ্ছে। সোনিয়া গান্ধী ও রাহুল গাঁধী কন্ট্রোলের কাজ করছে। কংগ্রেস এখনও আপনার নিজের মনস্তত্তিতে নেই।”

জরুরী ছায়া- এস জয়শঙ্কর

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন-” জরুরী ছায়া!অর্ণব গোস্বামীকে গ্রেফতার করা সংবাদপত্রের স্বাধীনতার উপর আক্রমণ। যারা এই স্বাধীনতায় সত্যই বিশ্বাস করে তাদের অবশ্যই কথা বলতে হবে।”

Published on: নভে ৪, ২০২০ @ ১৭:১৯


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 4 = 5