সংবাদদাতা-বাপ্পা মণ্ডল ছবি-রামপ্রসাদ সাউ
Published on: ফেব্রু ৬, ২০১৮ @ ০০:০৮
এসপিটি নিউজ, মেদিনীপুর, ৫ ফেব্রুয়ারিঃ সোশ্যাল নেটওয়ার্কে আগেই প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষ অভিযোগ করেছিলেন, সিআইডি কোনওরকম কাগজ কিংবা না জানিয়ে তাঁর ফ্ল্যাটে ঢুকে গুরুত্বপূর্ণ নথি থেকে শুরু করে অনেক দরকারি জিনিষ তছনছ করে দিয়ে এসেছে। এমনকী, তিনি আরও অভিযোগ করেছিলেন, তাঁর কলকাতার ফ্ল্যাটে সিআইডি তাদের তদন্তের স্বার্থে এমন কিছু জিনিষ রাখার বন্দোবস্ত করছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেছিলেন, তাঁর ফ্ল্যাটের কেয়ারটেকারকে সিআইডি অপহরণ করেছে।বিহার থেকে ঐ কেয়ারটেকারের মেয়ে ফোন করেও তার বাবাকে পায়নি। কার্যত দেখা গেল অপহরণ না হলেও ঐ কেয়ারটেকারকে সিআইডি গ্রেফতার করে নিয়ে গেছিল। আর তাই তার মেয়ে ফোন করেও তাকে পায়নি। আর তাই প্রাক্তন আইপিএস অফিসার অপহরণের অভিযোগ করেছিলেন।
সোমবার অবশ্য গ্রেফতার হওয়া ঐ কেয়ারটেকার রাম মঙ্গল সিংকে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে এসিজেএম আদালতে কড়া পুলিশি প্রহরায় তোলা হয়। আদালত তাকে এদিন সাত দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেন। এরপর রাম মঙ্গলকে নিয়ে সিআইডি কলকাতার উদ্দেশ্যে রওনা হয়ে যায়।
উল্ল্যেখ্য, ঘাটাল মহকুমার দাসপুর থানার স্বর্ণ ব্যবসায়ী চন্দন মাজীর অভিযোগ অনুসারে ঘাটাল মহকুমা আদালত ভারতী ঘোষ ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয়।
ইতিমধ্যের সিআইডি ভারতী ঘোষকে নোটিশ পাঠিয়ে তলব করেছে। তিনিও বলেছেন, তিনি কলকাতায় ফিরে তাঁর আইনজীবীর সঙ্গে কথা বলে আইনানুগ ব্যবস্থা নেবেন। তিনি এখনও বলে চলেছেন এটা তার বিরুদ্ধে চক্রান্ত। তাঁকে ফাঁসানোর জাল বিছানো হয়েছে।
Published on: ফেব্রু ৬, ২০১৮ @ ০০:০৮